AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalighater Kaku: অপারেশন করে ‘কালীঘাটের কাকুর’ কণ্ঠস্বর বদল? সাংঘাতিক অভিযোগ বিরোধীদের

ED: ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর স্বর পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাকুর ভয়েস স্যাম্পল পেতে মরিয়া ইডি। বারবার এসএসকেএম হাসপাতালেও যাচ্ছে তদন্তকারীরা। কারণ, ইডি ইতিমধ্যেই একটি অডিয়ো ক্লিপ আদালতে পেশ করেছে। আর সেখানে ইডি দাবি করেছে, সুজয়কৃষ্ণ গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন। এর সত্যতাই পরীক্ষা করে দেখতে চান তদন্তকারীরা।

Kalighater Kaku: অপারেশন করে 'কালীঘাটের কাকুর' কণ্ঠস্বর বদল? সাংঘাতিক অভিযোগ বিরোধীদের
কালীঘাটের কাকু। ফাইল চিত্র। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 7:31 PM
Share

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইডির হাতে গ্রেফতারির পর প্রায় তিন মাস হতে চলল সিংহভাগ সময়ই হাসপাতালে তিনি। এদিকে ইডি তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতে তৎপর। কোনওভাবেই তা আর হয়ে উঠছে না। বাধা হয়ে দাঁড়াচ্ছে কালীঘাটের কাকুর অসুস্থতা। আর তা নিয়েই বিস্ফোরক অভিযোগ তুলছে সিপিএম, বিজেপি। গলার স্বর পরিবর্তনের অভিযোগ তুলছেন, সুকান্ত-সেলিমরা।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, “খবর এসেছে কালীঘাটের কাকুর ভোকাল কর্ডে কোনও একটা অপারেশন করে গলার স্বর পরিবর্তন করার চেষ্টা চলছে। সে কারণেই এসএসকেএমে ভর্তি করে রাখা হয়েছে।” অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “এসএসকেএম হাসপাতালে বিশেষ ব্যবস্থা নিয়ে চিকিৎসার নাম করে তাঁর গলার স্বর পাল্টানো হচ্ছে।”

এই অভিযোগ নিঃসন্দেহে সাংঘাতিক। কারণ ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর স্বর পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাকুর ভয়েস স্যাম্পল পেতে মরিয়া ইডি। বারবার এসএসকেএম হাসপাতালেও যাচ্ছে তদন্তকারীরা। কারণ, ইডি ইতিমধ্যেই একটি অডিয়ো ক্লিপ আদালতে পেশ করেছে। আর সেখানে ইডি দাবি করেছে, সুজয়কৃষ্ণ গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন। এর সত্যতাই পরীক্ষা করে দেখতে চান তদন্তকারীরা।

আদৌ এই অডিয়োর গলা সুজয়কৃষ্ণরই কি না তা জানতেই স্বরের নমুনা সংগ্রহ গুরুত্বপূর্ণ। এ নিয়ে আদালতে আবেদনও করে ইডি। আদালত তাতে অনুমতিও দেয়। তবে এ ক্ষেত্রে চিকিৎসকদের অনুমতি নিতে হবে বলে শর্ত দেয় আদালত। সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার জন্য সেই প্রক্রিয়া এখনও সম্ভব হয়নি। বাইপাস সার্জারি হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। তিন মাস হতে চলল এসএসকেএমে ভর্তি তিনি। কালীঘাটের কাকুর হাসপাতালবাসের সময় এতটা দীর্ঘ কেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।

তবে গলার স্বর কি এভাবে বদলে ফেলা যায়? ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্তের বক্তব্য, “ভোকাল কর্ডে নর্মাল গলা যেভাবে আমি কথা বলছি তা কখনই বদলানো যায় না। তবে বড় টনসিল অপারেশন করতে হলে, সেই টনসিল বাদ দিলে গলার জায়গা বাড়ে। তাতে নাকিসুরে কথা হয়। তবে এটায় কিন্তু গলার স্বরে হাত পড়েনি।” এ নিয়ে এসএসকেএমের এমএসভিপির বক্তব্য, “ভয়েস চেঞ্জের কোনও তথ্য আমাদের কাছে নেই। ভয়েস চেঞ্জ করে দেওয়া যায় নাকি?”