Kolkata Metro: বাতিল প্রায় দেড়শো লোকাল ট্রেন, সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়াল মেট্রো

Kolkata Metro: রবিবার সকালে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন লাইনে চলবে চারটি স্পেশ্যাল মেট্রো। রবিবার সকাল ৮টার সময় দক্ষিণেশ্বর থেকে একটি মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশ্যে। অন্যদিকে ৮টা ১৫ মিনিটে একটা স্পেশ্যাল মেট্রো ছাড়বে কবি সুভাষ থেকে।

Kolkata Metro: বাতিল প্রায় দেড়শো লোকাল ট্রেন, সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়াল মেট্রো
কলকাতা মেট্রো। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2024 | 3:04 PM

কলকাতা: ৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে, শিয়ালদহ মেন শাখায় বাতিল প্রায় দেড়শো লোকাল ট্রেন। ৫২ ঘণ্টা চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা। এরইমধ্যে এবার বড় উদ্যোগ মেট্রো রেলের। রবিবার রয়েছে সরকারি চাকরির পরীক্ষা। সে কারণেই এই উদ্য়োগ বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীরা যাতে দুর্ভোগে না পড়েন তার জন্য মেট্রোর তরফে সময় বাড়িয়ে দেওয়া হল চলাচলের। দুর্ভোগের কথা মাথায় রেখে দক্ষিণেশ্বর এবং দমদম মেট্রো স্টেশন থেকে অন্যান্য রবিবারের ন্যায় দেরিতে নয়, অনেকটাই এগিয়ে মেট্রো ছাড়া হবে বলে জানালেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক। যাতে পরীক্ষার্থীদের কিছুটা সুবিধা হয় সে কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছন তিনি। 

রবিবার সকালে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন লাইনে চলবে চারটি স্পেশ্যাল মেট্রো।  রবিবার সকাল ৮টার সময় দক্ষিণেশ্বর থেকে একটি মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশ্যে। অন্যদিকে ৮টা ১৫ মিনিটে একটা স্পেশ্যাল মেট্রো ছাড়বে কবি সুভাষ থেকে। দ্বিতীয় স্পেশ্য়াল মেট্রো ৮টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছেড়ে যাবে কবি সুভাষ। ৮টা ৪০ মিনিটে আরও একটি মেট্রো কবি সুভাষ থেকে ছেড়ে আসবে দক্ষিণেশ্বের। 

তবে শিয়ালদহ মেন শাখায় দমদমে কেন একইসঙ্গে কেন একযোগে একগুচ্ছ লোকাল বাতিল হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। তাঁর দাবি, ইন্টারলকিংয়ের কাজ হয়ে গেলেই এই শাখায় ট্রেনের সংখ্যা অনেকটা বাড়ানো যাবে। ২৪৪ এর জায়গায় ২৬৪টি ট্রেন চালানো সম্ভব হবে। একইসঙ্গে ইন্টারলকিংয়ের কাজ হয়ে গেলে লোকাল ট্রেনগুলির গতিও অনেকটা বেড়ে যাবে। দিনের শেষে সুবিধা হবে যাত্রীদেরই।