Local Train in Sealdah: দমদমে কাজ মিটলেই বাড়বে প্রায় ১০০ লোকাল, অনেকটা বেড়ে যাবে ট্রেনের স্পিড, বলছে রেল
Local Train in Sealdah: ৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত বাতিল রয়েছে একগুচ্ছ ট্রেন। শিয়ালদহ মেন শাখায় বাতিল করা হয়েছে ১৪৩টি লোকাল। রেলের বিবৃতি বলছে, ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে এই সময়কালে।
কলকাতা: শিয়ালদহ শাখায় ১৪৩ টি লোকাল ট্রেন বাতিল এবং হাওড়া বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল। আগামী দু’দিন শিয়ালদহ এবং হাওড়া শাখায় দুর্ভোগের আশঙ্কা। যা নিয়ে যাত্রীদের মধ্যে চাপানউতোর চলছেই। এদিকে রবিবার আবার রয়েছে সরকারি চাকরির পরীক্ষা। সে কথা মাথায় রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা মেট্রো। রবিবার সকালে চলবে চারটে স্পেশ্যাল মেট্রো। কিন্তু, কেন একযোগে এত লোকাল ট্রেন বাতিল হল শিয়ালদহ শাখায়? এদিন তারও ব্যাখ্যা দিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
তিনি স্পষ্ট বলছেন, এখন শিয়ালদহ শাখার সংশ্লিষ্ট লাইনে দৈনিক ২৪৪ টি লোকাল ট্রেন চলে। ইন্টারলকিংয়ের কাজ হয়ে গেলে ৩৬৪ টি লোকাল ট্রেন চালানো যাবে প্রতিদিন। সিগন্যালিং ব্যবস্থা অনেক বেশি মসৃণ। ট্রেনের গতিও বাড়বে।
প্রসঙ্গত, ৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত বাতিল রয়েছে একগুচ্ছ ট্রেন। শিয়ালদহ মেন শাখায় বাতিল ১৪৩টি লোকাল। রেলের বিবৃতি বলছে, ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে এই সময়কালে। এই ৫২ ঘণ্টায় তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে দফায় দফায় ট্রেন বাতিল দেখা গিয়েছে হাওড়া-শিয়ালদহ শাখায়। সবথেকে বেশি ট্রেন বাতিলের ঘোষণা হয়েছে হাওড়া-বর্ধমান লাইনে। কখনও ইন্টারলকিংয়ের কাজ, কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, আবার কখনও ওভারহেডের কাজের জন্য বাতিল হয়েছে গুচ্ছ গুচ্ছ ট্রেন। প্রায় প্রতি সপ্তাহে শনি ও রবিবার দেখা গিয়েছে এই ছবি। তবে দমদমের মতো একেবারে ১৪৩ টি লোকাল বাতিলের ঘোষণা সাম্প্রতিককালে নেই।