NIA in Mominpur Case: মোমিনপুর-কাণ্ডে এখনও ‘পলাতক’ সাত, জারি হল গ্রেফতারি পরোয়ানা
NIA in Mominpur Case: সম্প্রতি এই মামলার সূত্র ধরেই মোমিনপুরের ১৭টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা এনআইএ। প্রায় ৩৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
কলকাতা : মোমিনপুর (Mominpur) হিংসা মামলায় সাতজনের নামে জারি হল গ্রেফতারি পরোয়ানা। যে সাতজন এখনও পলাতক, তাঁদের নামেই এনআইএ আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হয়েছে। সম্প্রতি যাঁদের বাড়ি তল্লাশি চালিয়ে ৩৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেই তিনজনের নামও রয়েছে। সালাউদ্দিন, জাকির হোসেন ও টিপু নামের তিনজনের বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনা থেকেই গোয়েন্দাদের অনুমান, ওই তিনজনের বিশেষ কোনও পরিকল্পনা ছিল। মোট ১৬ জনের নামে সম্প্রতি চার্জশিট পেশ করেছে এনআইএ। মোট আটজনকে এই মামলায় গ্রেফতার করেছিল এনআইএ। তাঁদের বিরুদ্ধে হিংসা ছড়ানো সহ একাধিক ধারায় মামলা হয়েছিল।
গত বছর মোমিনপুরের একটি সংঘর্ষের ঘটনার জেরে এই মামলা হয়। সম্প্রতি এই মামলার সূত্র ধরেই মোমিনপুরের ১৭টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা এনআইএ। প্রায় ৩৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয় সেই অভিযানে। গত বছরের ২৮ অক্টোবর তদন্তভার নেয় এনআইএ।
এই মামলায় কলকাতা পুলিশের হাতে ধৃত ২০ জনকে হেফাজতে নিয়েছিল এনআইএ। পরে ৮ জনকে গ্রেফতার করা হয়। চার্জশিটে যাঁদের নাম রয়েছে তাঁদের সিংহভাগকেই পলাতক বলে উল্লেখ করা হয়েছে। এনআইএ সূত্রের খবর, কলকাতা পুলিশ যে ২০ জনকে গ্রেফতার করেছিল, তাদের সঙ্গে এই মামলায় যোগসূত্র পাওয়া যায়নি। ফলে সেই ২০ জনকে এই মামলা থেকে মুক্ত করার জন্য আবেদনও জানানো হয়।
তবে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় জঙ্গি যোগের কথাও উড়িয়ে দিচ্ছেন না এনআইএ আধিকারিকরা। যাঁদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁরা কী কারণে টাকা সংগ্রহ করছিলেন, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন তাঁরা। সে কারণেই তাঁদের খোঁজ পেতে তৎপর এনআইএ।