কলকাতা: দ্বিপাক্ষিক সম্পর্কের পারাপতন হচ্ছেই। উত্তেজনাও বাড়ছে দুই দেশে। উদ্বেগ বাড়ছে সীমান্তে। ভারত-বাংলাদেশ চাপানউতোরের মধ্যে সীমান্তে দেখা মিলল বাংলাদেশের অ্যাটাকিং ড্রোনের। তবে কী নতুন কোনও পরিকল্পনা করেছে ইউনূস সরকার? কোনও নতুন ছক কষেছে বাংলাদেশ সেনা? তা নিয়েই বাড়ছে চাপানউতোর। রয়েছে ধোঁয়াশা।
সমর বিশেষজ্ঞদের অনেকে বলছেন, ছবিতে যা দেখা যাচ্ছে তা কোনও নজরদারি ড্রোন নয়। যে বেরাখতার অ্য়াটাকিং ড্রোন দেখা যাচ্ছে তা মূলত কোথাও হামলা চালানোর কাজেই ব্যবহার করা হয়। সে কারণেই এই ছবি সামনে আসতেই বাংলাদেশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। তবে অনেকেই বলছেন কোনও পরিকল্পনা ছাড়া কোনওভাবেই এই ধরনের ড্রোন মোতায়েন করা হয় না। তাই কী সেই পরিকল্পনা তা ভাবাচ্ছে এপারের মানুষকেও।
যদিও এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা আর কে দাস বলছেন, “বহু লোক বর্ডার পার করার চেষ্টা সেটা নিয়ে বাংলাদেশ চিন্তিত। সে কারণে এই ড্রোন আনা হয়ে থাকতে পারে। ওদের দেশ থেকে কত লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটায় নজর রাখতে চাইছে।” প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন উত্তাল হয়েছে এপার বাংলাও। সঙ্গে প্রশাসনের চিন্তা বেড়েছে অনুপ্রবেশ নিয়ে। সীমান্তে কড়া নজর রাখছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এমতাবস্থায় হঠাৎ অ্যাটাকিং ড্রোনের দেখা মিলতেই বাড়ছে উদ্বেগ।