AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ‘আমার সতীর্থকে বলব…’, বাংলাদেশের পরিস্থিতি কীভাবে বদলাবে? মহম্মদ ইউনূসকে পরামর্শ আরেক নোবেলজয়ীর

Bangladesh: শিশুদের অধিকার নিয়ে আন্দোলনকারী কৈলাশ শিশু শিক্ষা নিয়েও দীর্ঘদিন কাজ করেছেন। বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি, তাতে ভীষণভাবে উদ্বিগ্ন তিনি। নিত্য সামনে আসছে, সেখানকার বিপন্নতার একের পর এক ভিডিয়ো।

Bangladesh: 'আমার সতীর্থকে বলব...', বাংলাদেশের পরিস্থিতি কীভাবে বদলাবে? মহম্মদ ইউনূসকে পরামর্শ আরেক নোবেলজয়ীর
মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 10, 2024 | 12:07 PM
Share

নয়া দিল্লি: নোবেলজয়ী ইউনূসকে রাজধর্ম পালনের পরামর্শ আরও এক নোবেলজয়ীর। কৈলাশ সত্যার্থীর মন্তব্য, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। আগে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, এখন আর নেই। অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। বাংলাদেশের অন্তবর্তী সরকারের মুখ মহম্মদ ইউনূসকে পরামর্শ দিলেন কৈলাশ সত্যার্থী।

তিনি বলেন, “বাংলাদেশে অতি সম্প্রতি সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে, ধর্মীয় স্থানে তাণ্ডব, বিশেষ করে মন্দিরে হামলার ঘটনায় বাংলাদেশিরা ভীষণভাবে ভীত সন্ত্রস্ত। তাঁদের মৌলিক অধিকার খর্বিত হচ্ছে। আমি আমার সতীর্থ মহম্মদ ইউনূসকে বলব কড়া হাতে এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে।”

শিশুদের অধিকার নিয়ে আন্দোলনকারী কৈলাশ শিশু শিক্ষা নিয়েও দীর্ঘদিন কাজ করেছেন। বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি, তাতে ভীষণভাবে উদ্বিগ্ন তিনি। নিত্য সামনে আসছে, সেখানকার বিপন্নতার একের পর এক ভিডিয়ো। সব ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করা যায়নি। সম্প্রতি বাংলাদেশি কট্টরপন্থীদের মুখে শোনা গিয়েছে ‘তালিবানি কায়দায় টুকরো টুকরো’ করার হুমকিও। চার দিন আগেই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা কলকাতা দখলের হুমকি দিয়েছিলেন। এরপর আরও এক বিএনপি নেতা কেবল কলকাতা নয়, বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছে। ওপার বাংলার হুঁশিয়ারির পাল্টা এপার বাংলায় বইছে মিমের বন্যা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি নেতাকে নাম না করে কটাক্ষ করে বলেছেন, ‘ভাববেন না আমরা বসে ললিপপ খাব।’ হুমকি পাল্টা কটাক্ষের মাঝেই বাংলাদেশে তপ্ত পরিস্থিতির কোনও বদল নেই। নোবেলজয়ী মহম্মদ ইউনূসও। কিন্তু বাংলাদেশের যা পরিস্থিতি, তাঁর শান্তি পুরস্কারের পুনর্বিবেচনারও দাবি জোরাল হয়েছে। এই পরিস্থিতি নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে রাজধর্ম পালনের পরামর্শ দিলেন আরেক নোবেলজয়ী।