কলকাতা: বাড়িতে নিত্য অশান্তি যে হত, তা জানতেন প্রতিবেশীরা। রোজই চিৎকার চেঁচামেচি হত। মঙ্গলবারও সেই একই ঘটনা ঘটে। রোজকার বিষয় ভেবে তাতে বিশেষ আমল দেননি প্রতিবেশীরা। কিছুক্ষণ পর সব স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর আচমকা বুক ফাঁটা আর্তনাদ। ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখেছিলেন, মেঝেতে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত, বছর তেইশের যুবকের পেটের নাড়ি বেরিয়ে এসেছে, যন্ত্রণায় ছটফট করছে সে। পাশেই কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ছেন বাবা-মা। বাঁশদ্রোণীতে ছুরিকাহত হয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু। কারণ ঘিরে ধোঁয়াশা।
বছর তেইশের রবিন দেবনাথ দ্বাদশ শ্রেণিতে তিন বছর ধরে পড়ছিল। বারবার চেষ্টা করেও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছিল না সে। বারবার অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। সঙ্গে জুটত বাবা-মায়ের বকুনি। লাঞ্ছনা সহ্য করতে পারছিল না রবীন। প্রতিবেশীরা জানাচ্ছেন, রবিনের পড়াশোনা নিয়ে তাদের বাড়িতে নিত্য অশান্তি লেগে থাকত।
এদিকে, ইদানীং করোনা কালে বাবা কর্মহীন হয়ে পড়েছিলেন। মা পরিচারিকার কাজ করতেন। ফলে পরিবারে আর্থিক অনটন শুরু হয়েছিল। তাতে অশান্তির মাত্রা বেড়েছিল দ্বিগুণ। মানসিক চাপে বিধ্বস্ত ছিল রবিন। প্রতিবেশীরা সে কথা জানতেন। প্রত্যেকদিনের অশান্তিতে মানসিক চাপ আর নিতে পারছিল না সে। এদিনে রবিনের বন্ধুবান্ধবও কম ছিল। মনের চাপের কথা সেভাবে কারোর সঙ্গে সহ্য করতে পারছিল না।
প্রতিবেশীরা জানাচ্ছেন, মঙ্গলবার সন্ধ্যাতেও রবিনের বাড়িতে অশান্তি হয়। কিন্তু নিত্য পারিবারিক বিবাদ ভেবে তাঁরা প্রথমটায় বিশেষ আমল দেননি। পরে রবিনের মায়ের আর্তনাদেই তাঁরা বিপদ আঁচ করতে পেরেছিলেন। রবিনের ঘরে ঢুকতেই তাঁরা দেখেন মেঝেতে রক্ত পড়ে রয়েছে। ঘরের এক কোণায় পেটে হাত চেপে রবিন পড়ে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় রবিনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁশদ্রোণি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এক প্রতিবেশী বলেন, “রোজ অশান্তি হত ওদের বাড়িতে। ছেলেটা ক্লাস টুয়েলভে পড়ত। পড়াশোনা করেও পাশ করতে পারছিল না। এই নিয়ে বাবা-মা রোজই বকত। তারপর পরিবারের টাকার অভাবও ছিল। সব মিলিয়ে নাজেহাল হয়ে পড়েছিল ওরা।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে রবিনের মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। রবিনের বাবা-মায়ের সঙ্গে কথা বলছে পুলিশ। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Weather Update: ঘ্যানঘ্যানে মেঘলা আকাশে বিষাদ মন, উধাও শীত! রোদ ঝলমলে আকাশ কবে? জানালেন আবহাওয়াবিদরা
আরও পড়ুন: Weather Updates: বেতাল শীত! মাফলারের সঙ্গী এখন ছাতা, সপ্তাহান্তে হতে পারে ‘হাওয়া-বদল’