Suvendu Adhikari on Sourav Ganguly’s health: ‘সেরে উঠুন সৌরভ’ টুইটে আরোগ্য কামনা শুভেন্দুর, খোঁজ নিলেন শাহ-সুকান্ত

Kolkata: বছরের শুরুতে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনও প্রধানমন্ত্রীর দফতর থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছিল।

Suvendu Adhikari on Sourav Ganguly's health: 'সেরে উঠুন সৌরভ' টুইটে আরোগ্য কামনা শুভেন্দুর, খোঁজ নিলেন শাহ-সুকান্ত
সৌরভের আরোগ্যকামনায় শুভেন্দুর টুইট, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 8:43 AM

কলকাতা:  বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বছর শেষে এ বার করোনাভাইরাসে আক্রান্ত বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট। মঙ্গলবারই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সৌরভের আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খোঁজ নিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

টুইটে শুভেন্দু লেখেন, “বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর,  দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। খোঁজ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপি সুত্রে খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থার খোঁজ আগেই নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দফতর থেকেও মহারাজের সঙ্গে যোগাযোগ করা হয়। যে কোনও দরকারে তাঁর সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বোর্ড প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে মেসেজ করেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। বছরের শুরুতে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনও প্রধানমন্ত্রীর দফতর থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছিল। সৌরভ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাজের বেহালার বাড়িতে গিয়ে দেখা করে আসেন। হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলেন রাজ্যপালও। বছর শেষের মুখে করোনা সংক্রমিত হওয়ার সময়ও সৌরভের খোঁজ নিলেন তাঁরা। এছাড়া বোর্ডের কর্তারাও সৌরভের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত আরোগ্য কামনা করে মেসেজ পাঠান তাঁরা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। নিয়ম মাফিকই খাওয়া দাওয়া করলেন তিনি। এছাড়া ভারত-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টের দিকেও সর্বক্ষণ নজর রাখেন তিনি। হাসপাতাল থেকে তাঁকে কবে ছাড়া হবে তা এখনও ঠিক হয়নি।

সৌরভের চিকিৎসার জন্য ৩ সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন চিকিত্‍সক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌতিক পাণ্ডা। এছাড়া দুই বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠী ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সৌরভকে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছে।

বিশিষ্ট চিকিত্‍সক কুণাল সরকার (Kunal Sarkar) বলেন, ‘সাধারণত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য করোনা পরবর্তী সময়টা একটু চ্যালেঞ্জিং হয়। কোভিডের পর ক্লটিং ফিজিওলজি অস্বাভাবিক আচরণ করে। কখনও ক্লটিংয়ের প্রবণতা বেড়ে যায়, আবার কখনও ক্লটিং টেন্ডেন্সিগুলো অস্বাভাবিক আচরণ করে। সৌরভের একের বেশি স্টেন্ট থাকায় ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট উভয়পক্ষকেই শারীরিক অবস্থার বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে। কার্ডিয়াক প্যারামিটারের দিকে অবশ্যই চোখ রাখতে হবে। দুটো ভ্যাকসিন নেওয়ায় সাধারণত সমস্যা বাড়ার সম্ভাবনা খুব কম। তবে সৌরভের মতো কর্মব্যস্ত মানুষের আইসোলেশনটাই একটু সমস্যার হবে। একটু অস্বস্তিজনক হবে ওর পক্ষে। তবে আমি নিশ্চিত, ও দ্রুত ঠিক হয়ে উঠবে।’