AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh Result 2024: ‘গোহারা’ দিলীপ! জেতার আশা কি আর আছে?

Dilip Ghosh Result: দুপুর ৩ টে পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ লক্ষ ২৮ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। ফলে অনেকটাই পিছিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh Result 2024: 'গোহারা' দিলীপ! জেতার আশা কি আর আছে?
দিলীপ ঘোষImage Credit: TV9 Bangla
| Updated on: Jun 04, 2024 | 3:12 PM
Share

বর্ধমান: প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পরপর দুবার সাংসদ হয়েছিলেন মেদিনীপুর কেন্দ্র থেকে। এবার সেই দিলীপ ঘোষের টিকিট পাওয়া নিয়েই টালবাহানা কম হয়নি। প্রথমের দিকের তালিকায় জায়গাই পাননি দিলীপ। পরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয় তাঁকে। কেন্দ্র বদলালেও তাঁর আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারেনি কেউ। তবে কয়েক রাউন্ড গণনার পরই ফলাফল যেন অনেকটাই স্পষ্ট হতে শুরু করেছে ওই কেন্দ্রে।

দুপুর ৩ টে পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ লক্ষ ২৮ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। ফলে অনেকটাই পিছিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজাদ পাচ্ছেন ৬৫৭৫১৭ ভোট, দিলীপ পাচ্ছেন ৫২৯৪৮৩। তৃতীয় স্থানে রয়েছেন সিপিআই প্রার্থী সুকৃতি ঘোষাল।

প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে তৃণমূল প্রার্থী করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। বাইরে থেকে আসা একজন প্রার্থীকে ভোটাররা কতটা মেনে নেবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে দুপুর পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দিলীপের জেতার আশা দেখছে না রাজনৈতিক মহল। বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র বদলই কাল হল দিলীপের।