অক্সিজেনের হাহাকার মেটাতে বেহালায় শুরু হল ‘অক্সিজেন লঙ্গর’

May 10, 2021 | 5:59 PM

রবিবার থেকে বেহালা গুরুদ্বারে শুরু হয়েছে একেবারে বিনা পয়সায় 'অক্সিজেন লঙ্গর' (Oxygen Langar)।

অক্সিজেনের হাহাকার মেটাতে বেহালায় শুরু হল অক্সিজেন লঙ্গর
নিজস্ব চিত্র।

Follow Us

বেহালা: অক্সিজেনের (Oxygen) জন্য হাহাকারের ছবিটা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। একদিকে অসাধু কিছু মানুষ নিজেদের মত করে অক্সিজেনের কালোবাজারিতে নেমেছে। অন্য দিকে প্রয়োজনের তুলনায় অক্সিজেন উৎপাদনের ঘাটতি টান ফেলেছে ভাঁড়ারে। কঠিন পরিস্থিতি। তবু যতটা মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই ভাবনা থেকেই এগিয়ে এল বেহালা গুরুদ্বার। কলকাতার বুকেও খুলল ‘অক্সিজেন লঙ্গর’।

আরও পড়ুন: ‘আমার দিদার বডিটা কেউ নিয়ে যাক!’ ১৮ ঘণ্টা ধরে ঘরে পড়ে করোনা সংক্রমিতের দেহ, বাড়িতে আরও দু’জন পজিটিভ

রবিবার থেকে বেহালা গুরুদ্বারে শুরু হয়েছে একেবারে বিনা পয়সায় ‘অক্সিজেন লঙ্গর’। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৮০ থেকে ৯০-এর মধ্যে ঘোরাফেরা করলেই সে ব্যক্তিকে নিয়ে চলে যেতে পারেন এই গুরুদ্বারে। সঙ্গে অবশ্যই নিতে হবে রোগীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও আধার কার্ড। গুরুদ্বারে বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন।

তাঁরাই মেপে নেবেন শরীরে অক্সিজেনের মাত্রা। প্রয়োজন বুঝে সেই মত অক্সিজেন দেবেন রোগীকে। প্রত্যেকদিন এই সেবা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। ১৫ জনকে একসঙ্গে পাইপ লাইনের মাধ্যমে এই অক্সিজেন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত এখানে এসেই নিতে হবে অক্সিজেন। তবে উদ্যোক্তারা চান যে সমস্ত বয়স্করা বাড়ি থেকে আসতে পারছেন না, তাঁদের বাড়ি অবধি অক্সিজেন পৌঁছে দেওয়ার। এর জন্য একটি মোবাইল অক্সিজেন পরিষেবা চালু করতে চায় তারা।

এর আগে এরকমই এক ছবি দেখা গিয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। সেখানেও গুরুদ্বারে খোলা হয়েছে অক্সিজেন লঙ্গর। গুরুদ্বার অবধি কোনওভাবে যদি রোগী এসে পৌঁছে যান, তা হলে তাঁকে অক্সিজেন দেওয়ার সব রকম ব্যবস্থা করে রেখেছে গুরুদ্বার কমিটি।

Next Article