AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: ‘বেহালা পশ্চিমকে একজন বিধায়ক দেওয়া হোক’, জেলবন্দি পার্থর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি সাধারণের

Partha Chatterjee: আগামী মঙ্গলবার ১৫ অগস্ট। আর ১৪ অগস্ট সন্ধ্যায় বেহালা ম্যান্টন এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে 'ফ্রিডম মিডনাইট' অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন তিনি।

Partha Chatterjee: 'বেহালা পশ্চিমকে একজন বিধায়ক দেওয়া হোক', জেলবন্দি পার্থর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি সাধারণের
অসুবিধায় বেহালাবাসীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 5:40 PM
Share

কলকাতা: মন্ত্রিত্ব চলে গিয়েছে। দলের সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু বেহালা পশ্চিমের বিধায়ক রয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ানোর পর যেহেতু জেলেই রয়েছেন পার্থ তাই এলাকার মানুষ চরম অসুবিধায় পড়েছেন। আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা সেখানে। তাই বেহালাবাসীর আবেদন বেহালা পশ্চিমের দায়িত্ব অন্য কারোর হাতে দেন তাহলে সুবিধা হয়।

আগামী মঙ্গলবার ১৫ অগস্ট। আর ১৪ অগস্ট সন্ধ্যায় বেহালা ম্যান্টন এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ‘ফ্রিডম মিডনাইট’ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন তিনি। সব ঠিক থাকলে এই বছরও সেখানে যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন পার্থ চট্টোপাধ্যায় না চরম অসুবিধায় পড়তে হয়েছে তাঁদের।

স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ গিরি বলেন, “বেহাল পশ্চিম বিধায়কহীন সত্যি। এখানকার বহু মানুষ অ্যাটেস্টেট করানো হোক বা বিভিন্ন দরকারে বিধায়কের কাছে যেতেন। এক বছর ধরে এখানকার মানুষ বিধায়কের পরিষেবা পাচ্ছেন না। তাই আমাদের আবেদন বেহালা পশ্চিমকে একটা বিধায়ক দেওয়া হোক।” আরও এক বাসিন্দা বিদ্যুৎ মিত্র জানান,” বিধায়ক হিসাবে পার্থ চট্টোপাধ্যায় নেই খুবই বেদনাদায়ক। কিন্তু এখন উনি না থাকায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সার্টিফিকেট থেকে শুরু করে অ্যাটেস্টেট করানো যাবতীয় কাজ আটকে যাচ্ছে। খুব সমস্যা হচ্ছে। তাই বেহালা পশ্চিমে বিধায়ক আসুক দাবি জানাচ্ছি।”

প্রসঙ্গত, গত ২৩ জুলাই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হন। পরবর্তীতে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।