Bengal BJP: তিনদিনের শিবির শেষে কোন স্ট্র্যাটেজি পদ্ম শিবিরে?

Bengal BJP: কেন এত কোন্দল? কিন্তু আর কতদিন? এবার বঙ্গ বিজেপির দলীয় কোন্দলে তিতিবিরক্ত কেন্দ্রীয় নেতৃত্বও।

Bengal BJP: তিনদিনের শিবির শেষে কোন স্ট্র্যাটেজি পদ্ম শিবিরে?
বিজেপির চিন্তন শিবিরের পর কোন স্ট্র্যাটেজি?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 10:18 AM

কলকাতা: বিলাসবহুল রিসর্টে এলাহি আয়োজন। কোটি কোটি টাকা খরচে প্রশিক্ষণ শিবির বঙ্গ বিজেপির। চিন্তন শিবিরে যোগ দিতে দিল্লি থেকে উড়ে এসেছিলেন শীর্ষস্তরের পদ্ম নেতারা। তিনদিনের শিবির শেষে কোথায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি?

বিলাসবহুল রিসর্টে প্রশিক্ষণ শিবির। শুরুর আগে থেকেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে বঙ্গ বিজেপির ৩ দিনের চিন্তন শিবির। শিবির শেষেও কি স্বস্তি ফিরেছে পদ্ম শিবিরে? বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর থেকে যেন এই রাজ্যে কোনভাবেই জুত পাচ্ছে না বিজেপি। দোসর দলের অন্তর্কলহ। প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে, কাদা ছোড়াছুড়ি যেন থামতেই চাইছে না বঙ্গ বিজেপির অন্দরে। এমনকি কথায় কথায় দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একে অপরের বিরুদ্ধে নালিশ করতেও পিছপা হননি পদ্ম নেতারা।

কেন এত কোন্দল? কিন্তু আর কতদিন? এবার বঙ্গ বিজেপির দলীয় কোন্দলে তিতিবিরক্ত কেন্দ্রীয় নেতৃত্বও। ৩ দিনের চিন্তন শিবিরে স্পষ্ট বার্তা বিজেপি নেতা বি এল সন্তোষের। দলের এত বিধায়ক। এত সাংসদ। নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হলে তা নিজেরা মিটিয়ে নিতে পারবেন না কেন? প্রশ্ন বিজেপির নেতার।

নিজেদের বিরোধ মেটাতে কথায় কথায় দিল্লি যাওয়ার দরকার নেই বঙ্গের বিজেপি নেতাদের দ্বন্দ্ব মেটাতে কেন বারবার কেন্দ্রীয় হস্তক্ষেপ? শাহ ও নাড্ডার শরণ ছেড়ে নিজেদের কোন্দল মেটাতে তত্‍পর হতে হবে।

শুধু কড়া বার্তাই নয়, সাংগঠনিক স্তরেও রদবদল প্রশিক্ষণ শিবির থেকেই। বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীর ক্ষমতায় কোপ পড়তে চলেছে। রাজ্যে বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলার মধ্যে ১৮টির দায়িত্ব পেলেন সতীশ ধন। আগে শুধুমাত্র আসানসোলের দায়িত্বে ছিলেন তিনি। বাংলায় সংগঠন মজবুত করতে তবে কি রাশ ধরছেন কেন্দ্রীয় নেতৃত্ব? রাজনৈতিক মহলে জোর জল্পনা।