Share Market: আশিতে ফুটছে সেনসেক্স, প্রায় ২৫ হাজারের চূড়ায় নিফটি! বাজেটের আগে আর কী খেল দেখাবে দালাল স্ট্রিট?

Jul 16, 2024 | 2:01 PM

Share Market Bangla News, Share Market, Share Market News, Share Market Record, Nifty, Sensex, Share News, শেয়ার মার্কেটের বাংলা খবর, শেয়ার মার্কেট, শেযার মার্কেট সংক্রান্ত খবর, শেয়ার মার্কেটে রেকর্ড, নিফটি, সেনসেক্স, শেয়ার সংক্রান্ত খবর

Share Market: আশিতে ফুটছে সেনসেক্স, প্রায় ২৫ হাজারের চূড়ায় নিফটি! বাজেটের আগে আর কী খেল দেখাবে দালাল স্ট্রিট?
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: সামনেই বাজেট। তার আগে যেন রকেটের গতিতে ছুটছে শেয়ার বাজার। সেনসেক্স থেকে নিফটি, সর্বত্রই তৈরি হচ্ছে নিত্যনতুন রেকর্ড। মঙ্গলবারও দেখা গেল একই ছবি। বাজার খুলতে না খুলতেই নতুন রেকর্ড করে ফেলে নিফটি। প্রথমবারের মতো ২৪ হাজার ৬৫০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে যায়। যদিও কিছু সময় পর খানিক নিম্নগতি দেখা গেলেও দুপুর ২টোর সময়েও ২৪,৬১৭ থেকে ২৪, ৬২০ পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করে। একদম শুরুতে যদিও এই পয়েন্টেই খাতা খুলতে দেখা যায় নিফটিকে এদিন তথ্য-প্রযুক্তি ক্ষেত্রগুলির শেয়ারের উত্থান অব্যাহত রয়েছে। বড় লাভের মুখ দেখেছে টিসিএস থেকে ইনফোসিস।

অন্যদিকে এদিন BSE-এর সেনসেক্স ৬৬.৬৩ পয়েন্টের সামান্য বৃদ্ধির সঙ্গে ৮০ হাজার ৭৩১ পয়েন্টে খুলেছে। লাগাতার বৃদ্ধির জেরে বর্তমানে BSE-এর বাজার মূলধন ৪৫৬.৬৮ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। তথ্য় বলছে, বর্তমানে বিএসই-তে ৩১৮৬টি শেয়ারের লেনদেন হচ্ছে। যার মধ্যে ২১৬৭ টি শেয়ার বাড়ছে। ৯১১টি শেয়ারের দরপতন হয়েছে। তবে ১০৮টি শেয়ার অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এরমধ্যে তো আবার ১৪৬টি শেয়ার গত এক বছরের সময়কালে সর্বোচ্চ রিটার্নও দিয়েছে। তবে পতনের মুখোমুখি হয়েছে ১০টি শেয়ার।

বাজার বিশেষজ্ঞদের মতে বাজেট পেশের পর্যন্ত মার্কেটের ছবিটা খুব একটা বদলাবে না। তবে তারপর কী হবে সেটা বাজেটের গতি প্রকৃতির উপর বেশ খানিকটা নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। একদিন আগে অর্থাৎ ১৫ জুলাই BSE-তে তালিকাভুক্ত সমস্ত শেয়ারের মোট মার্কেট ক্যাপ ছিল ৪,৫৫,০৬,৫৬৬.৪৬ কোটি টাকা। ১৬ জুলাই বাজার খোলার সঙ্গে সঙ্গে এটি ৪,৫৬,৩১,৮৪০.৬৩ কোটি টাকায় পৌঁছেছে। ১,২৫,২৭৪.১৫ কোটি টাকা বেড়েছে বিনিয়োগকারীদের আয়। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।

Next Article