পায়েলের পোলিং এজেন্টকে মার; বিজেপি করায় হামলা, দাবি তারকা-প্রার্থীর
পায়েলের (Paayel Sarkar) দাবি, যেহেতু তিনি বিজেপির হয়ে ভোটে লড়ছেন তাই তাঁর ভোটের এজেন্টের উপর এভাবে হামলা করা হল।
কলকাতা: বিজেপির (BJP) তারকা প্রার্থী পায়েল সরকারের (Paayel Sarkar) আপ্ত সহায়ক তথা নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পায়েলের অভিযোগ, তাঁকে ভয় দেখাতেই কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে এভাবে তাঁকে দমানো যাবে না বলেই দাবি করেন টলিপাড়ার এই তারকা।
এবার বিধানসভা ভোটে এক ঝাঁক সেলেবকে রাজনীতির ময়দানে নামিয়েছে বিজেপি। তৃণমূলে এ রেওয়াজ আরও আগে থেকেই শুরু হয়েছিল। বেহালা পূর্বে বিজেপি তাঁদের মুখ করেছে টালিগঞ্জের জনপ্রিয় মুখ অভিনেত্রী পায়েল সরকারকে। যে কেন্দ্র এতদিন সামলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
নাম ঘোষণার পর থেকেই দিনরাত এক করে প্রচার করছেন পায়েল। সবসময়ই তাঁর ছায়াসঙ্গী হয়ে থাকেন আপ্ত সহায়ক রানাপ্রতাপ রাম। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় পাটুলিতে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে।
Posted by Paayel Sarkar on Thursday, March 25, 2021
রানাপ্রতাপের দাবি, ঘটনাস্থল অন্ধকার থাকায় তিনি কাউকে দেখতে পাননি। তবে এরপরই পায়েলকে ফোন করে গোটা ঘটনা জানান। খবর দেওয়া হয় পাটুলি থানায়। পাশাপাশি বাঙুর হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসাও করানো হয়। পায়েলের বক্তব্য, “বহুদিন ধরে রানাপ্রতাপ আমার সঙ্গে কাজ করছেন। এর আগে কোনওদিন এরকম ঘটনা ঘটেনি।”
আরও পড়ুন: ‘চার পাকিস্তান’ মন্তব্যের জের, তৃণমূল নেতাকে শোকজ নির্বাচন কমিশনের
পায়েলের দাবি, যেহেতু তিনি বিজেপির হয়ে ভোটে লড়ছেন তাই তাঁর ভোটের এজেন্টের উপর এভাবে হামলা করা হল। তিনি বলেন, “আমার জন্য যাদের সমস্যা হচ্ছে তারাই এ ধরনের ঘটনা ঘটাল বুঝতেই পারছি। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না। আমি যে ঠিক পথেই এগোচ্ছি এই ঘটনা তা প্রমাণ করে দিল।”