Rekha Patra-BJP: নিরাপত্তার অভাব রোধ করছেন সন্দেশখালির ‘সাহসী’ রেখা, পেতে পারেন Y ক্যাটেগরির নিরাপত্তা
Rekha Patra-BJP: রেখার নাম বসিরহাট কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই সন্দেশখালিতেই শুরু হয়েছে একাংশের বিরোধিতা। একদল আন্দোলনকারী দাবি করেছেন, তাঁরা প্রার্থী হিসেবে রেখাকে চান না। তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
কলকাতা: সন্দেশখালি ইস্যু নিয়ে শুরু থেকেই সরব হয়েছিল বিজেপি। বারবার এলাকায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির নেতা-নেত্রীরা। আর সেই ইস্যুকে মাথায় রেখে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির আন্দোলনের মুখ রেখা পাত্রকে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার পর আত্মবিশ্বাস তাঁর বেড়েছে ঠিকই, তবে আশঙ্কা রয়েই যাচ্ছে। সাহসী রেখা মুখ খোলার পরই গ্রেফতার হয়েছিলেন শিবু হাজরা, উত্তম সর্দাররা। কিন্তু প্রার্থী হওয়ার পর ভয়ে আছেন তিনি। সাংবাদিক বৈঠকে নিজেই জানিয়েছেন সে কথা। এবার তাঁর নিরাপত্তা আরও বাড়ানোর কথা ভাবছে বিজেপি।
রেখা শুধু নিজেই নিরাপত্তার অভাবের কথা বলছেন না, গোয়েন্দা রিপোর্টেও সেই আশঙ্কা রয়েছে। তাই রেখার সুরক্ষায় জোর দিচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, এক-দু’দিনের মধ্যেই নিরাপত্তা বাড়ানো হবে। রেখাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। প্রচার পর্ব শুরুর আগেই নিরাপত্তা দেওয়া হতে পারে তাঁকে।
রেখার নাম বসিরহাট কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই সন্দেশখালিতেই শুরু হয়েছে একাংশের বিরোধিতা। একদল আন্দোলনকারী দাবি করেছেন, তাঁরা প্রার্থী হিসেবে রেখাকে চান না। তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবার ইতিমধ্যেই সেই সুর বদলেও ফেলেছেন কেউ কেউ। সব মিলিয়ে রাজনৈতিক মহলে চর্চায় রয়েছেন রেখা।