Weather Update: রোজ বিকালেই বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা

| Edited By: | Updated on: Mar 26, 2024 | 7:03 PM
বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

1 / 8
কোনও জেলায় কম, কোনও জেলায় বেশি হলেও বিকালের দিকে প্রায় সব জেলাই ভিজতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতরের কর্তারা।

কোনও জেলায় কম, কোনও জেলায় বেশি হলেও বিকালের দিকে প্রায় সব জেলাই ভিজতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতরের কর্তারা।

2 / 8
হাওয়া অফিস বলছে, বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত। সে কারণেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস বলছে, বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত। সে কারণেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে।

3 / 8
ভিজবে দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনাও। ভিজবে উত্তরবঙ্গের একাধিক জেলাও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পার্বত্য জেলাগুলিতে।

ভিজবে দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনাও। ভিজবে উত্তরবঙ্গের একাধিক জেলাও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পার্বত্য জেলাগুলিতে।

4 / 8
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তবে তুলনামূলকভাবে মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তবে তুলনামূলকভাবে মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে।

5 / 8
হাওয়া অফিস বলছে, আগামী দু’দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। বিকালের দিকে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে ২ দিন পর থেকে সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

হাওয়া অফিস বলছে, আগামী দু’দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। বিকালের দিকে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে ২ দিন পর থেকে সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

6 / 8
হাওয়া অফিস বলছে, কলকাতার ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

হাওয়া অফিস বলছে, কলকাতার ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

7 / 8
আবহাওয়ার আপডেট

আবহাওয়ার আপডেট

8 / 8
Follow Us: