Amit Shah: চাই ১ কোটি সদস্য, শনির রাতে কলকাতায় এসেই নতুন কী রণনীতি নিতে চলেছেন শাহ?

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Oct 26, 2024 | 1:06 PM

Amit Shah: ইজেডসিসিতে বঙ্গে বিজেপির সদস্যতা অভিযানের সূচনা করবেন অমিত শাহ। সদস্যতা অভিযানে কোনও গাফিলতি করা যাবে না সেই বার্তাও দলীয় নেতা কর্মীদের দেবেন শাহ। সেখান থেকে রাজনৈতিক বার্তাও দেবেন তিনি।

Amit Shah: চাই ১ কোটি সদস্য, শনির রাতে কলকাতায় এসেই নতুন কী রণনীতি নিতে চলেছেন শাহ?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Follow Us

কলকাতা: আজ কলকাতায় আসছেন অমিত শাহ। শনিবার রাতে পা রাখছেন শহরে। শনিবার রাতে নিউটাউনের হোটেলে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে করতে পারেন বলে জানা যাচ্ছে। তবে রবিবার সকালেও সেই বৈঠক করতে পারেন। সবটাই অমিত শাহের উপর নির্ভর করছে বলে জানাচ্ছেন বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা।

ইজেডসিসিতে বঙ্গে বিজেপির সদস্যতা অভিযানের সূচনা করবেন অমিত শাহ। সদস্যতা অভিযানে কোনও গাফিলতি করা যাবে না সেই বার্তাও দলীয় নেতা কর্মীদের দেবেন শাহ। সেখান থেকে রাজনৈতিক বার্তাও দেবেন তিনি। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে তাঁর বক্তব্যে উঠে আসতে পারে আর জি করের ঘটনা। সঙ্গে থাকতে পারে বঙ্গে নারী সুরক্ষার বেহাল দশার অভিযোগ। একইসঙ্গে বঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের কথা তুলে ধরে সরবও হতে পারেন শাহ। 

তথ্য বলছে, শেষবার রাজ্যে বিজেপির প্রাথমিক সদস্য হয়েছিলেন ৪০ লক্ষের মতো। মিসড কলের মাধ্যমে। যদিও তাঁর মধ্যে ১২ থেকে ১৪ লক্ষকে খুঁজে পাওয়া গিয়েছিল। এবারও মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহ করেছে বিজেপি। তবে পদ্ধতিগত কিছু বদল করেছে। মিসড কলের মাধ্যমে সদস্য হওয়ার পরে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে একটি লিংক যাবে। সেই লিংক খুলে ওই ব্যক্তির ঠিকানা, পেশা এই ধরনের কিছু বিষয় ফিল আপ করতে হবে। তারপরে প্রাথমিক সদস্য পদ মিলবে। সূত্রের খবর, বঙ্গে এবার ১ কোটি প্রাথমিক সদস্য করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। অন্য রাজ্যে সদস্যতা অভিযান শুরু হলেও পশ্চিমবঙ্গে আর জি কর ঘটনার কারণে শুরু করেনি বিজেপি। আবার অন্য কয়েকটি রাজ্যে ভোটের জন্য পিছিয়ে গিয়েছিল। রবিবার সেই সদস্যতা অভিযানের সূচনা করবেন অমিত শাহ। ইতিমধ্যেই গোটা দেশে ১০ কোটি সদস্য সংগ্রহ করেছে বিজেপি।

 

Next Article