AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srijan Bhattacharya: দলের পতাকা ফেলে শমীকদের ‘শূন্য’ CPM-এ যোগ দেওয়ার আহ্বান সৃজনের

Srijan Bhattacharya: শমীকের এই বার্তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। যেখানে কট্টর হিন্দুত্বের লাইনে হাঁটছেন শুভেন্দু, সেখানে শমীক কী তবে মধ্যপন্থায়? নাকি নিজের চালেই অনেকটা অস্বস্তি বাড়িয়ে দিলেন বামপন্থীদের?

Srijan Bhattacharya: দলের পতাকা ফেলে শমীকদের 'শূন্য' CPM-এ যোগ দেওয়ার আহ্বান সৃজনের
রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 04, 2025 | 2:39 PM
Share

কলকাতা: উৎখাত করতে হবে তৃণমূলকে। সে কারণেই বাম-কংগ্রেসকে পতাকা ফেলে একযোগে আন্দোলনে আসতে হবে। দু’দিন আগেই ডাক গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী শমীক সভাপতিত্ব গ্রণের মঞ্চেও ফের একবার হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দেন। একেবারে হিসাব কষে বুঝিয়ে দিয়েছিলেন কীভাবে সামান্য অঙ্কের হেরফেরেই মাত করা যেতে পারে তৃণমূলকে। অন্যদিকে মুখে হিন্দুত্বের কথা জোরালভাবে শোনা না গেলেও খানিক এই রাস্তায় হেঁটে সেই একই ডাক দিতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। বাম-কংগ্রেসের উদ্দেশ্যে স্পষ্ট বললেন, আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাক। তারপর না হয় আপনারা আপনাদের রাজনীতি বিরোধী পরিসরে করবেন। 

শমীকের এই বার্তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। যেখানে কট্টর হিন্দুত্বের লাইনে হাঁটছেন শুভেন্দু, সেখানে শমীক কী তবে মধ্যপন্থায়? নাকি নিজের চালেই অনেকটা অস্বস্তি বাড়িয়ে দিলেন বামপন্থীদের? ঘুরপথে কী বাম ভোট, লিবারেল ভোটে থাবা বসাতে চলেছে বিজেপি? সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য যদিও খোঁচা দিতে ছাড়ছেন না। বলছেন, শমীকবাবু যা বলেছেন তাতে তো মনে হচ্ছে উনি বিজেপি কর্মীদের চিন্তা অনেকটা বাড়িয়ে দিয়েছেন। উনি বলছেন একইসঙ্গে মহরমের তাজিয়া, আর পুজোর মিছিল বের হবে। এমন বাংলা ওনারা দেখতে চান। এমনটা তো জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় হত। 

সৃজনের দাবি, শমীক ভট্টাচার্যররা আসলে ঘুরপথে বামফ্রন্ট সরকারকে ফেরানোর আবেদন করছেন। তিনি বলছেন, “বিজেপির রাজ্য সভাপতি আসলে বামফ্রন্ট সরকার ফেরানোর আবেদন করছেন। এটা দেখে আমাদের খুব ভাল লেগেছে। যে সমস্ত মানুষ মনে করছেন তৃণমূলকে তাড়াতে চাই তাঁরা এতদিনে বুঝে গিয়েছেন বিজেপিকে দিয়ে আর হবে না। ওরা শুধু জিতব জিতব করে জিততে পারে না।” এরপরই বিজেপির উদ্দেশ্যে তাঁর বার্তা, “শমীকবাবু সহ বিজেপির সমস্ত নেতা-কর্মী-সমর্থকদেক বলছি দলের পতাকা সরিয়ে রাখুন। ছাব্বিশে তৃণমূলকে হারাতে যেভাবে সাহায্য করতে হয় সেটা করুন।” কিন্তু বিজেপি কর্মীরা যদি সত্যিই সিপিএমের দিকে ঝোঁকেন তা দিনের শেষে তা হজম করতে পারবেন তো ‘মার্ক্সবাদীরা’? সেই প্রশ্নও উঠছে। যদিও ২০১৬ সালের পর থেকে ভোট পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে আঠারোর পঞ্চায়েত হোক বা পরবর্তী সময়, তথ্য বলছে বাম ভোট বারেবারে ঝুঁকেছে পদ্মের দিকে। ছাব্বিশের ভোটে সেই রক্তক্ষরণ ঠেকানোই এখন বামেদের কাছে যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না।