কলকাতা: আগামী ১৩ নভেম্বর নৈহাটি-সহ রাজ্যের ৬ আসনে উপনির্বাচন। তার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভায় সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলায় আগামী ১২ নভেম্বর তাঁকে তলব করেছে সিআইডি। সেই নোটিশ খারিজের দাবিতে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।
২০১০ থেকে ২০১৯ সালের গোড়া পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। এরপর তিনি বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন। সেই নির্বাচনে জিতে সাংসদও হন। ২০২০ সালে অর্জুনের আমলে ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। কাজের জন্য টাকা দেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ। এই মামলায় ২০২১ সালে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
এতদিন পর ফের সেই মামলায় অর্জুনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠিয়েছে সিআইডি। গত ৪ নভেম্বর তাঁকে নোটিশ পাঠানো হয়। সিআইডি-র এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা বলেন, নৈহাটিতে ভয় পেয়েছে শাসকদল। তাই, উপনির্বাচনের আগের দিন তাঁকে তলবে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁরা হাইকোর্টে যাবেন বলে সেদিনই জানিয়েছিলেন শুভেন্দু।
এদিন হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি নেতা বলেন, বিনা কারণে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য নোটিশ ইস্যু করেছে সিআইডি। ওই নোটিশ খারিজের আবেদন জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। মামলা দায়েরের অনুমোদন দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার (১১ নভেম্বর) মামলার শুনানির সম্ভাবনা। সেদিন হাইকোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকে নজর সকলের।