Petrol Price: রাজ্য এবার পেট্রোপণ্যের দাম না কমালে, লাগাতার আন্দোলনে নামবে বিজেপি

Petrol Price Cut: বুধবারই দেশবাসীকে দীপাবলির উপহার দিয়েছে মোদী সরকার। পেট্রোপণ্যের উপর এক ধাক্কায় অনেকটাই শুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্র।

Petrol Price: রাজ্য এবার পেট্রোপণ্যের দাম না কমালে, লাগাতার আন্দোলনে নামবে বিজেপি
সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 5:18 PM

কলকাতা: পেট্রোল-ডিজেলে (Petrol Diesel Price) কেন্দ্রের শুল্ক ছাড়ের পরই জোর তরজা শুরু হয়েছে রাজ্যের শাসকদল ও মূল বিরোধী শিবিরের মধ্যে। বিজেপির বক্তব্য, কেন্দ্র ইতিমধ্যেই আবগারি শুল্ক কমিয়ে দিয়েছে। কিন্তু নবান্ন কেন ভ্যাট কমাচ্ছে না প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্র আগে বকেয়া টাকা মেটাক, তার পর এসব প্রশ্ন তুলবে।

বুধবারই দেশবাসীকে দীপাবলির উপহার দিয়েছে মোদী সরকার। পেট্রোপণ্যের উপর এক ধাক্কায় অনেকটাই শুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্র। পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। ফলে অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ডিজেল ও পেট্রোলের শুল্ক কমিয়ে সময় উপযোগী পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। ভারতের অন্যান্য রাজ্য ইতিমধ্যেই নিজেদের প্রাপ্য পাওনাতেও ছাড় দিয়েছে। এ রাজ্যের রাজ্য সরকারও এবার নিজের দায়িত্ব পালন করুক। সরকার করে ছাড় দিক।” একই সঙ্গে শমীকের হুঁশিয়ারি, রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ না করলে ভাইফোঁটার পর থেকে রাজ্যজুড়ে লাগাতার আন্দোলনে নামবে বিজেপি।

এদিকে বিজেপির এই হুঁশিয়ারিকে ভোটের হারার আস্ফালন বলেই কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “নিজেরাই দাম বাড়াচ্ছেন। নিজেরাই আচমকা দাম কমাচ্ছেন। এটা নাটক ছাড়া কিছুই নয়। কেন্দ্র সরকার বৈষম্যমূলক নীতিতে চলে। এই খাতে আপাত দৃষ্টিতে বিজেপিশাসিত রাজ্যগুলি যদি কিছুটা রাজস্ব আদায় ছেড়েও দেয়, দেখা যাবে অন্য খাত দিয়ে তাদের পুষিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাংলার ক্ষেত্রে তো বকেয়াই রয়েছে। প্রাপ্যটাই দিচ্ছে না। কর্তব্য স্মরণ করানোর রাজনৈতিক এই সস্তা পদক্ষেপ গুলো বিজেপির নাটক। ভোট বিধ্বস্ত হয়েছে। সামনে কয়েকটা রাজ্যে ভোট আসছে। মুখরক্ষার একটা রাজনৈতিক ফর্মুলা খুঁজছে।”

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বারবার কেন্দ্র ও রাজ্যের শুল্ক নিয়ে প্রশ্ন উঠেছে। শুল্ক কমালেই দাম কমতে পারে তেলের। তাই কেন্দ্র সেই শুল্ক কমিয়ে কার্যত নজির তৈরি করেছে। এবার রাজ্যগুলিকেও শুল্ক কমানোর আর্জি জানানো হয়েছে। পেট্রোল ও ডিজেল উভয় ক্ষেত্রেই যাতে ভ্যাট কমানো হয়, সেই আর্জি জানানো হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রের দেখানো পথে বিজেপি শাসিত একাধিক রাজ্য হেঁটেছে। ত্রিপুরা, অসম, গোয়া, উত্তর প্রদেশ, কর্নাটকে দাম কমেছে পেট্রল – ডিজেলের। জ্বালানি তেলের উপর ভ্যাট ৭ টাকা কমিয়ে দিয়েছে এই চার রাজ্য। এতদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার সরব হয়েছিল পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি নিয়ে। কেন্দ্রের বিরুদ্ধে বার বার তোপ দেগেছে তারা। বুধবার এক ধাক্কায় অনেকটাই এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। আর তা কমানোর পরই এবার রাজ্যকে শুল্ক কমাতে হবে বলে জাবি দাবি উঠছে বঙ্গ বিজেপি শিবির থেকে।

ইতিমধ্যেই দিলীপ ঘোষ বলেছেন, “কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেলের এক্সাইজ় ডিউটি কমানোর ফলে লিটার প্রতি পেট্রোলের দাম কমল ৫ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম কমল ১০ টাকা। এবার নিজেদের জনদরদী বলে দাবি করা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে ভ্যাট কম করা।”

শুভেন্দু অধিকারীও বলেছেন, “ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পেট্রোল-ডিজেলে সাত টাকা কমিয়ে দিয়েছেন। যোগী আদিত্যনাথ কমিয়ে দিয়েছেন, হিমন্ত বিশ্বশর্মা কমিয়ে দিয়েছেন। বাংলার মেয়ে এখনও ঘুমোচ্ছেন।”

আরও পড়ুন: Abhishek Banerjee: আশা হারানো যাবে না, দীপাবলিতে ন্যায়ের প্রশ্নে লড়াইয়ের আহ্বান অভিষেকের