Suvendu Adhikari: ‘বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে…’, কলকাতা থেকেই চরম ‘বার্তা’ শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Nov 12, 2024 | 5:40 PM

Suvendu Adhikari: মঙ্গলবারের এই মিছিলের প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। এরপর উদ্যোক্তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। শেষপর্যন্ত পুলিশের ঠিক করে দেওয়া রুটে মিছিলের অনুমতি দেয় আদালত। বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করতে হবে বলেও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল।

Suvendu Adhikari: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে..., কলকাতা থেকেই চরম বার্তা শুভেন্দুর
বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল

Follow Us

কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা। গত কয়েকমাসে পদ্মপারের দেশে বারবার হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। তারই প্রতিবাদে মঙ্গলবার গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কলকাতায় মিছিল হয়। সেই মিছিলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা পা মেলান। মিছিলে ছিলেন সন্দেশখালির নির্যাতিত মহিলারাও। মিছিল থেকে শুভেন্দু হুঁশিয়ারি দিলেন,বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে তাঁরা পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখাবেন।

মঙ্গলবারের এই মিছিলের প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। এরপর উদ্যোক্তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। শেষপর্যন্ত পুলিশের ঠিক করে দেওয়া রুটে মিছিলের অনুমতি দেয় আদালত। বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করতে হবে বলেও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল।

এদিন বিকেল ৩টা ৫ মিনিট নাগাদ রানি রাসমণি রোড থেকে মিছিল শুরু হয়। আলিমুদ্দিন স্ট্রিটের ক্রসিংয়ে এসে শেষ হয় মিছিল। মিছিলের সামনে ছিল ব়্যাফ। ঢাক নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন অনেকে। লোকসভা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, শঙ্কুদেব পণ্ডাদের দেখা যায় মিছিলে।

এই খবরটিও পড়ুন

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করে শুভেন্দু বলেন, “বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রাপোল সীমান্তে গিয়ে প্রতিবাদ জানিয়ে আসব। আমরা অপর ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা আক্রান্ত। আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে সেই বার্তা দিতে চাই।”

 

Next Article