AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik Bhattacharya: সোমে রাজ্য বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক শাহর, কী নিয়ে হবে আলোচনা?

Samik Bhattacharya: গতকাল তিলোত্তমার বাবা-মা বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা কিছু কাগজপত্র জমা দিয়েছেন। সেগুলি কি অমিত শাহর হাতে তুলে দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে শমীক বলেন, "আমরা নির্দিষ্ট জায়গায় সেইসব নথি জমা দেব।"

Samik Bhattacharya: সোমে রাজ্য বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক শাহর, কী নিয়ে হবে আলোচনা?
অমিত শাহর সঙ্গে কী নিয়ে আলোচনা হবে শমীক ভট্টাচার্যদের?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 03, 2025 | 10:15 PM
Share

কলকাতা: সংসদের বাদল অধিবেশনে বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন তৃণমূল সাংসদরা। জবাব দিচ্ছে বিজেপি-ও। এবার একদিনে বাংলার যুযুধান দুই রাজনৈতিক দল তাদের রণকৌশলে বৈঠকে বসছে। সোমবার তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের শাসকদলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবারই রাজ্য বিজেপির সাংসদদের সঙ্গে দিল্লিতে বৈঠক করবেন অমিত শাহ। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

আগামিকাল তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা। আর আগামিকালই বাংলা থেকে বিজেপির রাজ্যসভা ও লোকসভার সাংসদরা শাহর সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে? এদিন শমীক বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক হবে। সেখানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।” ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) নিয়েও সরব রাজ্যের শাসকদল। এই পরিস্থিতিতে রণকৌশল ঠিক করতেই কি শাহর সঙ্গে বৈঠকে বসছেন বিজেপি সাংসদরা? এই নিয়ে স্পষ্ট করে কিছু বললেন না শমীক।

গতকাল তিলোত্তমার বাবা-মা বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা কিছু কাগজপত্র জমা দিয়েছেন। সেগুলি কি অমিত শাহর হাতে তুলে দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে শমীক বলেন, “আমরা নির্দিষ্ট জায়গায় সেইসব নথি জমা দেব।”

একইসঙ্গে তিনি জানানা, আগামী ৯ অগস্ট প্রতিবাদ মিছিলে হাঁটার জন্য তাঁদের আহ্বান জানিয়েছেন তিলোত্তমার বাবা-মা। তিনি বলেন, “৯ তারিখ আমাদের নেতৃত্ব-সমর্থক দলের পতাকা ছাড়া সামিল হবে এই আন্দোলনে। আমরা থাকব। আন্দোলন হাইজ্যাক করার বা আন্দোলনকে সামনে রেখে রাজনীতি করার বিষয় নয়। কারও সমস্যা থাকলে বলবেন, বিজেপি কর্মীরা একটু পেছনে থাকবেন। কিন্তু থাকবেন।”