Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train: ৮-৯ ফেব্রুয়ারি ফের একগুচ্ছ লোকাল বাতিল, ঘুরপথে কিছু ট্রেন, দেখে নিন তালিকা

Local Train: ৮ ফেব্রুয়ারি রাত দশটা বেজে ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক। শুধু লোকাল বাতিলই নয়। এই সময়ে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Local Train: ৮-৯ ফেব্রুয়ারি ফের একগুচ্ছ লোকাল বাতিল, ঘুরপথে কিছু ট্রেন, দেখে নিন তালিকা
ফাইল ফোটোImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2025 | 7:47 PM

কলকাতা: ফের বাতিল, ফের ভোগান্তি। ফের একদুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে। বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ চলবে। সে কারণেই প্রায় সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। সে কথাই এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত দশটা বেজে ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক। শুধু লোকাল বাতিলই নয়। এই সময়ে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 

শনিবার ৮ তারিখ বাতিল থাকছে ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। বাতিল থাকছে আপ 34857 ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল। রবিবার ৯ তারিখ বাতিল থাকছে.. 

  • ডায়মন্ড হারবার – শিয়ালদহ: আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ / ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০
  • সোনারপুর – ডায়মন্ড হারবার: ডাউন ৩৪৮৮২
  • ডায়মন্ড হারবার – বারুইপুর: আপ ৩৪৮৯১

বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তালিকায় রয়েছে… 

  • ৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে। 
  • ৩৪৮৫৮ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল ৮ তারিখে বারুইপুরে এসে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে ছাড়বে। 
  • ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ০৯.০২.২০২৫ তারিখে মগরা হাট থেকে সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে।
  • ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরাহাট থেকে যাতায়াত করবে।