Bus Service: পরপর দাঁড়িয়ে ১০৩ খানা বাস, বন্ধ আস্ত একটা রুট, বিপাকে বাসিন্দারা
Bus Service Stopped: কাদের দিয়ে দেওয়া হচ্ছে এই জমি? বাস মালিকদের বক্তব্য, পিএস গ্রুপ বলে একটি সংস্থা ৯৯ বছর লিজে নিয়েছে এই জমি। আপাতত প্রশ্ন হল, যদি এই জমি ওই সংস্থা নিয়ে থাকে, তাহলে এই বাসগুলো কোথায় থাকবে? পিএস গ্রুপকে যদি কোর্ট অর্ডারে এই জমি দেওয়া হয় তাহলে সেই কোড অর্ডার কোথায়?

কলকাতা: রাস্তায় দাঁড়িয়ে আছে প্রায় ১০৩ খানা বাস। তার জেরে এলাকা জুড়ে যানজট। প্রশাসনিক আধিকারিক থেকে বিধায়ক, কারও কোনও হেলদোল নেই। কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত হাসপাতালের সামনে থেকে গুরুত্বপূর্ণ বাস রুট ১২ও, ১২/১, ১২বি, ১২এ ডি ও ১২ নম্বর বাস দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর।
অভিযোগ, গত তিন দিন আগে নাদিয়াল থানার পুলিশ আধিকারিকরা বাস স্ট্যান্ডে তালা লাগিয়ে দেয়। দীর্ঘ ৬০ বছর ধরে সেই জায়গায় তালা মেরে দেওয়া হয়। বাস রাখার জায়গা নেই বলেই সমস্ত বাস রাস্তার উপর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পুজোর আগে এরকম একটি গুরুত্বপূর্ণ বাস রুট বন্ধ হয়ে যাওয়ায় করায় নাজেহাল নিত্যযাত্রীরা। বাসের বদলে অটো বা ট্যাক্সি করে তাঁদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। নাদিয়াল থেকে এই বাসগুলি ধর্মতলা, খিদিরপুর, তারাতলা, ভবানীপুর, মোমিনপুর ও এসএসকেএম যেত।
বাস মালিকের বক্তব্য, যে জমিতে বাস রাখা হত, সেই জমিটি সরকারের ‘ভেস্টেড ল্যান্ড’। একটা সময় ওই জমির উপর জুট মিল ছিল, যা প্রায় ৬০ বছর আগে বন্ধ হয়ে যায়। সেই বাসগুলি গ্যারেজ করা রয়েছে। কিন্তু গত তিন দিন আগে নাদিয়াল থানার পুলিশ আধিকারিকরা হঠাৎই জানিয়ে দেন কোট অর্ডার দিয়েছে, এই জমি খালি করে দিতে হবে। কিন্তু বাস মালিক এবং কর্মীদের বক্তব্য, পুলিশ কোনওরকমভাবে সেই কোর্ট অর্ডার দেখাতে পারেনি। দেখানো হয়েছে শুধুমাত্র ১৪৪ ধারার কোর্টের কাগজ। সেখানে লেখা রয়েছে, এলাকায় যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
প্রশ্ন উঠেছে, কাদের দিয়ে দেওয়া হচ্ছে এই জমি? বাস মালিকদের বক্তব্য, পিএস গ্রুপ বলে একটি সংস্থা ৯৯ বছর লিজে নিয়েছে এই জমি। আপাতত প্রশ্ন হল, যদি এই জমি ওই সংস্থা নিয়ে থাকে, তাহলে এই বাসগুলো কোথায় থাকবে? পিএস গ্রুপকে যদি কোর্ট অর্ডারে এই জমি দেওয়া হয় তাহলে সেই কোড অর্ডার কোথায়?
ইতিমধ্যে বাস মালিক এবং কর্মীদের তরফ থেকে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। সোমবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগে এই চারদিন ধরে বাস বন্ধ থাকায় নাজেহাল এলাকার মানুষজন। ক্ষোভে ফুঁসছেন তাঁরা।
