High Court: টাকার চাওয়ার সময় বিচারপতি নাম! অভিযোগ শুনে অবাক বিচারপতি সিনহা
High Court: বর্তমানে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবেও থেকেছেন তিনি। অভিযোগ, ওই ট্রাফিক কর্মী পলাশ হালদার অন্য একজনের থেকেও কলকাতা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম করে ৫০০ টাকা নিয়েছিলেন। বিচারপতি সিনহা তাঁকে ২ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
কলকাতা: এমন মামলা এজলাসে এল, বিচারপতি নিজেই থ! অভিযোগ, রাস্তায় গাড়ি থামিয়ে টাকা চান ট্রাফিক গার্ড। আর টাকা দিতে না চাওয়ায় বলেন তিনি প্রধান বিচারপতির সঙ্গে কাজ করেছেন। আইনটা তিনি জানেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এক মামলা ওঠে। এক আইনজীবী মামলাকারী।
মামলাকারী শুভ্রাংশু পাণ্ডা অভিযোগ, ট্রাফিক গার্ডকে টাকা দিতে অস্বীকার করায় সিমলা হাইকোর্টের বিচারপতির নাম করেন ওই ব্যক্তি। ওই ট্রাফিক গার্ড বলেছিলেন, এক সময় কলকাতা হাইকোর্টেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে থাকা বিশ্বনাথ সমাদ্দারের কাছে কাজ করার সুবাদে আইন জেনেই টাকা নিচ্ছেন তিনি। এমন মামলা শুনে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা। ওই ট্রাফিক গার্ডকে আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
মামলাকারী অভিযোগ করেন, বিদ্যাসাগর সেতুর উপর এক ট্রাফিক গার্ড তাঁর থেকে ১ হাজার টাকা দাবি করেন। আইনজীবী তা দিতে অস্বীকার করায় ড্রাইভিং লাইসেন্স বাতিল করার হুমকি দেন। এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ সেই সময় ওই, ট্রাফিক কর্মী বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নাম করেন। অভিযোগ, ট্রাফিক গার্ড ওই আইনজীবীর কাছে দাবি করেন, তিনি বিচারপতির কাছে দীর্ঘদিন কাজ করেছেন। তাই আইন ভালই জানেন।
বর্তমানে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবেও থেকেছেন তিনি। অভিযোগ, ওই ট্রাফিক কর্মী পলাশ হালদার অন্য একজনের থেকেও কলকাতা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম করে ৫০০ টাকা নিয়েছিলেন। বিচারপতি সিনহা তাঁকে ২ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।