Calcutta High Court: ‘পতিতালয়ের কথা মনে হল কেন আপনার? আপনি-আমি যেখানে থাকি, সেটা নিরাপদ?’, পঙ্কজ দত্তকে প্রশ্ন বিচারপতির

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 03, 2024 | 1:50 PM

Calcutta High Court: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বক্তব্য পেশ করতে গিয়ে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত পতিতালয়ের কথা উল্লেখ করেছিলেন। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

Calcutta High Court: পতিতালয়ের কথা মনে হল কেন আপনার? আপনি-আমি যেখানে থাকি, সেটা নিরাপদ?, পঙ্কজ দত্তকে প্রশ্ন বিচারপতির
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা: অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বক্তব্য অনভিপ্রেত। তাই তাঁর আবেদনে কোনও সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। কোনওরকম রক্ষাকবচও দেওয়া হল না তাঁকে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, সব পক্ষকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে। আগামী ১৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বক্তব্য পেশ করতে গিয়ে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত পতিতালয়ের কথা উল্লেখ করেছিলেন। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গিয়ে তুলনা করেছিলেন পতিতালয়ের সঙ্গে। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরই অব্যাহতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হন পঙ্কজ দত্ত।

পতিতালয়ের কথা কীভাবে উদাহরণ হিসেবে নিজের বক্তব্যে তুলে ধরলেন, সেই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, “এটা কী করে বললেন? এটা কোনও উদাহরণ হতে পারে না। আমি, আপনি যে যেখানে থাকি, সেই জায়গাগুলো কি নিরাপদ? বলতে পারবেন? তাহলে হঠাৎ ওই জায়গাকে উদাহরণ হিসেবে মনে হল কেন? এর থেকে অসন্মান করার জন্য আর কি লাগবে?” বিচারপতির বক্তব্য, যেখানে অসহায় (হেল্পলেস) মহিলারা থাকেন, সেই জায়গা উদাহরণ হিসেবে উল্লেখ করা উচিত হয়নি।

এই খবরটিও পড়ুন

পঙ্কজ দত্তের বক্তব্য প্রসঙ্গে বিচারপতি ভরদ্বাজ আরও বলেন, “কী ভেবে বলা হয়েছে, সেটা বড় কথা নয়, যে ভাবে বলা হয়েছে, সেটাই যথেষ্ট ওই মহিলাদের অসম্মান করার জন্য।” এর আগেও শুনানিতে বিচারপতি বলেছিলেন, কী বলতে চাওয়া হয়েছে, এ ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক কী বলা হয়েছে বক্তব্যে, তা লিখিত আকারে জানতে চাওয়া হয়েছিল।

Next Article