Calcutta High Court: পুজো কার্নিভাল থেকে ধৃত চিকিৎসক তপোব্রতকে নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court: পুজো কার্নিভাল থেকে ময়দান থানার পুলিশ প্রথমে চিকিৎসক তপোব্রত রায়কে আটকে করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতে জামিনে মুক্তি পান তিনি। তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তপোব্রত।
কলকাতা: কলকাতা পুরনিগমের চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে আপাতত কোনওরকম পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পাল এই নির্দেশ দেন। পুজো কার্নিভাল থেকে চিকিৎসক তপোব্রত রায়কে কেন গ্রেফতার করা হল, তা জানতে চেয়েছেন বিচারপতি। এই নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ১৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল থেকে গ্রেফতার করা হয়েছিল পুরনিগমের চিকিৎসক তপোব্রত রায়কে। পুরনিগমের একটি মেডিক্যাল টিম ওই কার্নিভালে ছিল। ওই টিমেরই একজন ছিলেন তপোব্রত। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সমর্থন জানিয়ে বুকে প্রতীকী অনশনকারী ব্যাজ পরে কার্নিভালে যোগ দিয়েছিলেন। তাঁর টি-শার্টে লেখা ছিল ‘শিরদাঁড়া বিক্রি নেই’।
ময়দান থানার পুলিশ প্রথমে তাঁকে আটকে করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতে জামিনে মুক্তি পান তিনি। তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তপোব্রত। পুরনিগমের চিকিৎসকরা তাঁর পাশে দাঁড়ান। পুলিশের বিরুদ্ধে সরব হন।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল তপোব্রতর বিরুদ্ধে সবরকম পুলিশি তদন্তে স্থগিতাদেশ দেন। পরবর্তী শুনানির আগে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না। ডিসেম্বরে এই মামলার পরবর্তী শুনানি। তার আগে তপোব্রতকে গ্রেফতারির কারণ নিয়ে রাজ্যকে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি।