Calcutta High Court: বিচারপতি সামন্তর বেঞ্চে শুনানির লাইভ স্ট্রিমিং-এর মাঝেই হঠাৎ চালু অশ্লীল ভিডিয়ো

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 28, 2024 | 2:32 PM

Calcutta High Court: মাসখানেক আগেই সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রাতারাতি ‘উধাও’ হয়ে যায় আরজি কর মামলার শুনানির ভিডিয়ো।

Calcutta High Court: বিচারপতি সামন্তর বেঞ্চে শুনানির লাইভ স্ট্রিমিং-এর মাঝেই হঠাৎ চালু অশ্লীল ভিডিয়ো
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা: হাইকোর্টের শুনানি চলাকালীন অদ্ভুত ঘটনা। বিচারপতি শুভেন্দু সামন্ত এজলাসের শুনানি যখন লাইভ স্ট্রিমিং করা হচ্ছে ইউটিউবে, তারই মধ্যে হঠাৎ চলতে শুরু করল অশ্লীল ভিডিয়ো। শুনানির মাঝে এমন আপত্তিকর ভিডিয়ো দেখে চমকে উঠলেন অনেকেই। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল স্ট্রিমিং। কীভাবে ঘটল এমন ঘটনা!

বর্তমানে হাইকোর্ট ছুটি থাকায় অবকাশকালীন বেঞ্চে চলছে শুনানি। সোমবারও সেভাবেই ৭ নম্বর ঘরে বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট সূত্রে খবর। সাধারণত কোনও হ্যাক হওয়ার ঘটনা ঘটলে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার কথা। যদিও এখনও পর্যন্ত নিকটবর্তী হেয়ার স্ট্রিট থানায় এই নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। সে ক্ষেত্রে হাইকোর্টের কোনও কর্মীর গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

মাসখানেক আগেই সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রাতারাতি ‘উধাও’ হয়ে যায় আরজি কর মামলার শুনানির ভিডিয়ো। নিরাপত্তায় বড়সড় ত্রুটি সামনে আসে ওই ঘটনায়। সুপ্রিম কোর্টের চ্যানেলটিই খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটি ভিডিয়োতে ক্লিক করলে অপর ভিডিয়ো খুলে যাচ্ছিল। এবার কি সেই একই ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে? তা নিয়ে প্রশ্ন উঠছে।

Next Article