কলকাতা: নবান্ন অভিযান করা যাবে না। এই দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন, এই শহরের মানুষেরা মিছিল-মিটিং এ অভ্যস্ত। দীর্ঘদিন ধরেই এসব চলছে, আর এর মধ্যেও তারা শান্তিপূর্ণভাবেই থাকে। তাই নবান্ন অভিযান বন্ধ করার প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত।
নিয়োগে বেনিয়ম থেকে শুরু করে আরজি কর কাণ্ড সহ একাধিক ইস্যুতে নবান্নে অভিযান চালিয়েছেন আন্দোলনকারীরা। সে সব ঠেকাতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশকে। এরই মধ্যে গঙ্গাসাগরের আবহে নতুন করে যাতে কোনও নবান্ন অভিযান না হয়, সেই দাবিতেই মামলা করা হয়েছিল।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে ছিল মামলার শুনানি। তিনি নির্দেশ দেন, ‘শান্তি শৃঙ্খলা দেখা রাজ্যের কাজ। তারাই ব্যবস্থা করবে যাতে পুণ্যার্থীদের যাতে অসুবিধা না হয়।’
গঙ্গাসাগরে যে পুণ্যার্থীরা যাতায়াত করছেন, তাঁরা ফিরে কালীঘাটে যান। নবান্ন অভিযান হলে তাঁদের সমস্যা হবে। এই দাবি নিয়েই হাইকোর্টে মামলা করেছিল গঙ্গাসাগর তীর্থযাত্রী সংযুক্ত কমিটি। সেই মামলা খারিজ হয়ে যায় এদিন।
সম্প্রতি নতুন করে রাত দখলের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি মামলা হয়। সেখানেো নবান্ন অভিযান করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। সেই মামলাতেও রাজ্য এই জনস্বার্থ মামলার কথা উল্লেখ করে। রাত দখলের অনুমতি দেওয়া হলেও, নবান্ন অভিযানের অনুমতি দেয়নি আদালত।