Mahakumbh: মহাকুম্ভে এই ‘সুন্দরী’ কি আদৌ কোনও সাধ্বী? আসল নাম কী? সবটা সামনে এসে গেল
Mahakumbh: ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে হর্ষার পুরনো ছবি। সামনে আসছে বেশ কিছু ভিডিয়োও। ওই সাধ্বী জানিয়েছেন, বছর দুয়েক আগে এই জীবন বেছে নিয়েছেন তিনি।
নয়া দিল্লি: মহাকুম্ভে ভিড় জমিয়েছেন বহু মানুষ। জড় হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া সাধু-সন্তরা। তাঁদের জীবন-যাপন, তাঁদের খাবার- সব নিয়েই চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। আর সেই মহাকুম্ভের মাঝেই সবার নজর তাঁর দিকে ঘোরালেন এক সাধ্বী। চেহারা দেখে অভিনেত্রী বলে ভুল হতেই পারে। সাজগোজ করে, কপালে তিলক, সিঁদুরের টিপ পরে কুম্ভমেলায় ঘোরাফেরা করছেন তিনি। স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ বাড়ছে তাঁকে নিয়ে।
এই সাধ্বীর আসল নাম হর্ষা রিচারিয়া। বয়স ৩০। সোশ্যল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে ওই সাধ্বীকে প্রশ্ন করা হচ্ছে, কেন তিনি সাধিকার জীবন বেছে নিচ্ছেন? উত্তরে তিনি বলছেন, ‘মানসিক শান্তি পাই।’ বছর দুয়েক আগে সাধ্বীর জীবনে প্রবেশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
ইন্সটাগ্রামে সাধ্বীর ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ বা ১ মিলিয়ন। মহাকুম্ভের পর ক্রমেই বাড়ছে সেই সংখ্যা। শনিবার নিরঞ্জনি আখড়ায় সাধুদের সঙ্গে রথে বসে থাকতে দেখা যায় তাঁকে। সেখানেই সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় সাধ্বীকে।
আর এই ভিডিয়ো প্রকাশ হওয়ার পর একে একে সাধ্বীর পুরনো ভিডিয়ো সামনে আসতে শুরু করে। এরপরই আসল সত্যিটা নিজেই জানান হর্ষা। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি জানান, তিনি সাধ্বী হওয়ার পথে এগোচ্ছেন, কিন্তু এখনও হননি। তিনি বলেন, আমার পোশাক দেখে অনেকেই আমাকে বলে সাধ্বী হর্ষা। আমাকে বলা হচ্ছে সুন্দরী সাধ্বী। এসব দেখে আমার ভালই লাগছে। তবে আমাকে সাধ্বী বলা উচিত নয়। গুরুদেব এখনও সেই অনুমতি দেননি।
হর্ষা আসলে একজন অ্যাঙ্কর, মডেল, ইনফ্লুয়েন্সার। আপতত সব কাজ থেকে অব্যাহতি নিয়ে সাধনা করছেন তিনি। আর এই নতুন জীবনে তিনি খুবই সুখী।