Uttar Pradesh: বিয়েতে কিছু গিফ্ট করেনি বাবা! চার বছর পর ‘টনক নড়তেই’ অভিযোগ দায়ের মহিলার

Uttar Pradesh: এদিকে মেয়ের কাণ্ড দেখে মাথায় হাত বাবার। সামান্য কিছু উপহার পাঠানো হয়নি বলে সোজা জেলাশাসকের দফতরে গিয়ে যে হাজির হয়ে যাবে সে, এমনটা নাকি স্বপ্নেও ভাবতে পারেননি অভিযুক্ত।

Uttar Pradesh: বিয়েতে কিছু গিফ্ট করেনি বাবা! চার বছর পর 'টনক নড়তেই' অভিযোগ দায়ের মহিলার
প্রতীকী ছবিImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jan 14, 2025 | 11:52 AM

লখনউ: বিয়ে হল কিন্তু উপহার মিলল না, বাবার বিরুদ্ধে জেলাশাসকের দফতরে গিয়ে এমনই অভিযোগ দায়ের করলেন এক মহিলা। ঘটনা উত্তরপ্রদেশের বরেলীর। লকডাউনের সময় বিয়ে করেছিলেন তিনি। লকডাউন কাটতেই ভাল কিছু একটা উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাবা। কিন্তু বছর ঘুরলেও রাখা হয়নি প্রতিশ্রুতি। রেগেমেগে জেলাশাসকের দফতরে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হাজির মেয়ে।

তাঁর দাবি, ‘লকডাউনে বিয়ে হয়েছিল। তখন পরিস্থিতি ঠিক না থাকায় লকডাউন কাটতেই ঘরের দৈনিক জিনিসপত্র, যেমন খাট, আলমারি, বিছানা, টিভি, ফ্রিজ-সহ একাধিক সামগ্রী উপহার হিসাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবা। কিন্তু তারপর থেকে চার বছর কেটে গেলে রাখা হয়নি প্রতিশ্রুতি। উল্টে এই প্রসঙ্গ কথা বলতেও চান না তিনি।’

এদিকে মেয়ের কাণ্ড দেখে মাথায় হাত বাবার। সামান্য কিছু উপহার পাঠানো হয়নি বলে সোজা জেলাশাসকের দফতরে গিয়ে যে হাজির হয়ে যাবে সে, এমনটা নাকি স্বপ্নেও ভাবতে পারেননি অভিযুক্ত। তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ। তড়িঘড়ি মেয়েকে উপহারে ভরিয়ে দিলেন বাবা। চাহিদা মতো মেয়ের শ্বশুড়বাড়িতে পাঠিয়ে দিলেন সকল সামগ্রী। খরচও পড়ল অনেকটা। কিন্তু সম্মান আগে, দাবি অভিযুক্তের (মেয়ের বাবার)।

জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, সেই মহিলার অভিযোগ পেতে তার বাবার সঙ্গে যোগাযোগ করেন প্রশাসনিক কর্তারা। এবং প্রতিশ্রুতি মতোই সেই সকল উপহার, যা যা তার মেয়ে দাবি জানিয়েছিলেন, সেগুলি যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন তারা।

উল্লেখ্য, করোনা পর্বে পাশের শহরের এক ছেলের সঙ্গে বিয়ে হয় অভিযোগকারিনীর। কন্যা বিদায়ের সময়ই মেয়েকে, টিভি, ফ্রিজ, এসি-সহ একাধিক উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তার বাবা। কিন্তু চার বছর কেটে গেলেও যে সেই প্রতিশ্রুতি পালন হয়নি বলেই দাবি তার।