OYO-তে ঢুকলেন গৌরী-মাধুরী, মোটা টাকা খরচ করে কী করলেন?

OYO: একাধিক কারণে খবরের শিরোনামে এই সংস্থা। তাতেই এবার নজর বলিউড সেলিব্রিটিদের। মাধুরী দীক্ষিত, গৌরী খান এবং অমৃতা রাও এবার জনপ্রিয় অনলাইন হোটেল সার্ভিস প্ল্যাটফর্ম ওয়ো (OYO)-তে বিনিয়োগ করেছেন।

OYO-তে ঢুকলেন গৌরী-মাধুরী, মোটা টাকা খরচ করে কী করলেন?
Follow Us:
| Updated on: Jan 14, 2025 | 8:15 PM

সম্প্রতিতে সেলিব্রিটিরা বিনিয়োগের দিকে বেশ ঝুঁকছেন। সেই তালিকাতে এবার নাম লেখালেন গৌরী খান ও মাধুরী দীক্ষিত। সঙ্গে নাম জুড়েছে বহু সেলিব্রিটির। যেখানে ভবিষ্যতে বড় মুনাফার সম্ভাবনা রয়েছে। এবার তাঁদের নজর OYO-তে। বেশ কিছু বছর ধরেই চর্চায় এই হোটেল ব্যবসা। একাধিক কারণে খবরের শিরোনামে এই সংস্থা। তাতেই এবার নজর বলিউড সেলিব্রিটিদের। মাধুরী দীক্ষিত, গৌরী খান এবং অমৃতা রাও এবার জনপ্রিয় অনলাইন হোটেল সার্ভিস প্ল্যাটফর্ম ওয়ো (OYO)-তে বিনিয়োগ করেছেন।

গৌরী খানের বিনিয়োগ: ২৪ লক্ষ শেয়ার

বিসনেস স্ট্যান্ডার্ড-এর খবর অনুযায়ী, বলিউড প্রযোজক এবং শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ২০২৪ সালের আগস্ট মাসে ওয়াইও-এর সিরিজ জি ফান্ডিং রাউন্ড-এ ২৪ লক্ষ শেয়ার কেনেন। এই ফান্ডিং রাউন্ডে ওয়াইও ১,৪০০ কোটি টাকার বেশি লাভ করে।যদিও শাহরুখ খানের পক্ষ থেকে এই বিষয় কোনও বিবৃতি প্রকাশিত হয়নি, যদিও গৌরী খান এই বিষয় মুখ না খুললেন খবর নিশ্চিত।

মাধুরী দীক্ষিত ও ড. শ্রীরাম নেনের বিনিয়োগ: ২০ লক্ষ

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামী ড. শ্রীরাম নেনে, ওয়ো-তে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। সংস্থার পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে আনা হয়েছে।

অমৃতা রাও ও অনমোল

বলিউড তারকা অমৃতা রাও এবং তাঁর স্বামী অনমোল সুদ, ওয়ো-এর শেয়ার কিনেছেন।

ওয়ো-এর বর্তমান বাজার মূল্য

সম্প্রতি পিটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগকারীরা ৫৩ টাকা প্রতি শেয়ার মূল্যে ১০০ কোটি টাকার ওয়ো শেয়ার কিনেছে। এই লেনদেনের জন্যে ওয়ো-এর বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪.৬ বিলিয়ন ডলার।