Daspur: বুলডোজার এনে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল CPM-এর পার্টি অফিস, কেন?

Daspur: জানা গিয়েছে, জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ করে জানানো হয় সেচ দফতরের জায়গায় গড়ে উঠেছে সিপিএমের শাখা কার্যালয়। এরপর প্রশাসনের নির্দেশ মতো সোমবার বিকেল নাগাদ দাসপুর থানার পুলিশ বাহিনী সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র উজ্জ্বল মাখাল, দাসপুর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ঘটনাস্থলে আসেন।

Daspur: বুলডোজার এনে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল CPM-এর পার্টি অফিস, কেন?
দাসপুরে ভেঙে ফেলা হল পার্টি অফিসImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 1:39 PM

দাসপুর: বেআইনি ভাবে পার্টি অফিস তৈরির অভিযোগ। এবার জেলা প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল সিপিএম-এর কার্যালয়। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর দু’নম্বর ব্লকে রানিচক এলাকার ঘটনা।

জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ করে জানানো হয়, সেচ দফতরের জায়গায় গড়ে উঠেছে সিপিএমের শাখা কার্যালয়। এরপর প্রশাসনের নির্দেশ মতো সোমবার বিকেল নাগাদ দাসপুর থানার পুলিশ বাহিনী সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র উজ্জ্বল মাখাল, দাসপুর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ঘটনাস্থলে আসেন। প্রশাসনের আধিকারিকের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় সিপিএমের রানিচক এলাকায় নির্মীয়মাণ কংক্রিটের এই শাখা কার্যালয়।

যদিও, এলাকার সিপিএম নেতৃত্বের দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ঘাটাল থেকে দাসপুর গোটা এলাকায় সেচ দফতরে জায়গার উপর তৈরি হয়েছে বড় বড় বিল্ডিং। তারপরও শুধুমাত্র তাদের এই দলীয় কার্যালয়কে ভেঙে দেওয়া হয়েছে। এই বিষয়ে সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র উজ্বল মাখাল বলেন, জেলা শাসকের নির্দেশেই সেচ দফতরে জায়গায় বেআইনি নির্মাণ দেওয়া হল।

সেচ দফতরের আধিকারিক ঘাটাল মহকুমা উজ্জল মাখাল বলেন, “বিডিও স্যারের নির্দেশে এই পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে।” স্থানীয় সিপিএম নেতা মনোরঞ্জন খাটুয়া বলেন, “দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস রয়েছে। এখান থেকেই আমরা সব কাজ করি। কয়েক বছর ধরে বন্যা হওয়ায় পার্টি অফিসে জল লেগে যায়। আর এই বছর বন্যার জল লেগে কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পাকাপোক্ত ভাবে করব। এখন চক্রান্ত করে এই অফিস ভেঙে দেওয়া হয়েছে। বাঁধের ধারে পাকা বাড়ির ছাদ হয়ে রয়েছে। সেখানে কিছু হচ্ছে না। আর আমাদের পার্টি অফিস ভেঙে ফেলার হল।”