AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor: ৬ হবু উপাচার্যকে রাজভবনে ডাকলেন আচার্য বোস, সোমবারই কি নিয়োগপত্র দেবেন?

Governor CV Ananda Bose: সুপ্রিম কোর্টের গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্য়ায়, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ ও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেবকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

Governor: ৬ হবু উপাচার্যকে রাজভবনে ডাকলেন আচার্য বোস, সোমবারই কি নিয়োগপত্র দেবেন?
৬ হবু উপাচার্যকে রাজভবনে ডেকে পাঠালেন আচার্য বোসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 24, 2025 | 12:56 PM
Share

কলকাতা: রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের হবু উপাচার্যদের রাজভবনে ডেকে পাঠালেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২৭ অক্টোবর বিকেল ৫টায় তাঁদের রাজভবনে ডাকা হয়েছে। এখনও এই ৬ হবু উপাচার্য হাতে নিয়োগপত্র পাননি। সোমবার আচার্য বোস ৬ জনকে নিয়োগপত্র দেবেন কি না, তা নিয়ে জল্পনা বেড়েছে।

কিছুদিন আগে সুপ্রিম কোর্টের গঠিত কমিটি রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেয়। ৮ জনের নাম স্থির হয়। এই ৮ জনের মধ্যে ২ জনের নামে আপত্তি জানান রাজ্যপাল বোস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে অর্ণব সেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে ওমপ্রকাশ মিশ্রের নামে আপত্তি রয়েছে তাঁর। তবে বাকি ৬ জনের নামে সিলমোহর দেন রাজ্যপাল।

সুপ্রিম কোর্টের গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্য়ায়, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ ও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেবকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ৬ জনকেই সোমবার রাজভবনে ডেকেছেন আচার্য বোস। ওমপ্রকাশ মিশ্র ও অর্ণব সেন ডাক পাননি। দীর্ঘ কয়েকমাস ধরে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। এখন এই ৬ জনকে রাজ্যপাল রাজভবনে ডাকার পর জল্পনা শুরু হয়েছে, সোমবারই কি তাঁদের হাতে উপাচার্য হিসেবে নিয়োগপত্র দেবেন আচার্য বোস? অবশেষে কি এই ৬ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পাবে? সব উত্তর জানা যাবে সোমবার বিকেলেই।