AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Higher Secondary: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় বদল, গোপন থাকবে পরীক্ষার্থীদের পরিচয়

Higher Secondary: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রয়েছে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। সেই পরীক্ষা থেকেই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

Higher Secondary: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় বদল, গোপন থাকবে পরীক্ষার্থীদের পরিচয়
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 24, 2025 | 9:52 PM
Share

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন। এবার থেকে আর পরীক্ষার খাতায় নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের। শুধুই রোল নম্বর লিখতে হবে। পরীক্ষার্থীদের পরিচয় যাতে প্রকাশ না হয়, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এবার থেকে আর পরীক্ষকরা জানতে পারবেন না যে কার পরীক্ষার খাতা দেখছেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল পরীক্ষার খাতায় পুরো নাম লিখতে হবে।

এবার থেকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর লিখতে হবে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্দেশেই এই ব্যবস্থা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এই প্রথমবার এই নিয়ম চালু হল।

এবার উচ্চমাধ্য়মিক পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগেই সেই দিনক্ষণ ঘোষণা করেছেন। তৃতীয় সেমিস্টার শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া চতুর্থ সেমিস্টার শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি মাধ্য়মিকের অপশনাল ইলেক্টিভ পরীক্ষা রয়েছে। পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। ওএমআর শিটে হবে পরীক্ষা।

গত বছর ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পরীক্ষা দিয়েছিল। পাশের হার ছিল ৯০.৭৯ শতাংশ।