AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja in Kolkata: বিদায়বেলায় মন খারাপ শহরের! কোথাও চলছে বিজয়া প্রস্তুতি, কোথাও আবার হল বিসর্জন

Durga Puja News: সেখানে প্রতিমা নিরঞ্জনে ভিড় জমিয়েছেন বহু মানুষ। বলা চলে বেশিরভাগই বনেদি বাড়ির ঠাকুর। ঠাসা পুলিশি নিরাপত্তায় চলছে বিসর্জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০টির অধিক ঠাকুর বিসর্জন সম্পন্ন হয়েছে। তবে এই নিরাপত্তার বহর যে শুধুই একটি ঘাটে এমন নয়।

Durga Puja in Kolkata: বিদায়বেলায় মন খারাপ শহরের! কোথাও চলছে বিজয়া প্রস্তুতি, কোথাও আবার হল বিসর্জন
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Oct 02, 2025 | 6:41 PM
Share

কলকাতা: আকাশে আজ মন খারাপের মেঘ। উমার বিদায়বেলায় মন খারাপ প্রায় সকলের। দিন পেরলেই গতানুগতিক জীবন, তাতে থাকবে না উৎসবের আবেগ। ফিরতে হবে পুরনো ছন্দে। বৃহস্পতিবার দশমীর সন্ধ্যায় ঘাটে ঘাটে দেখা গেল বিসর্জনের হিড়িক। বেশ কিছু ক্লাবের পুজোর প্রতিমা এখনও বিসর্জন না হলেও, বনেদি বাড়ির পুজো শেষ বললেই চলে।

এই যেমন রাজডাঙা নব উদয় সঙ্ঘ, সেখানে এখনও প্রতিমা বিসর্জন হয়নি। তবে প্রতিমা নামিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। লাল পাড়, সাদা শাড়ি পরে প্যান্ডেলে জড়ো হয়েছে মেয়েরা। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সিঁদুর খেলা। যা ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। অবশ্য একদিকে যখন চলছে বিজয়া দশমীর তোড়জোড়, সেই সময়ও প্যান্ডেল হপিং যে থেমে থেকেছে এমনটা নয়। দশমীর বিকালেও জোর কদমে চলছে ঠাকুর দেখা।

একই ছবি বালিগঞ্জ কালচারালেও। সেখানেও ভিড় করেছেন পাড়ার মেয়ে-বউরা। লাল পাড়, সাদা শাড়ি পরনে চলছে বরণ, সিঁদুর খেলা। মণ্ডপে উপস্থিত এক দর্শনার্থী বললেন, ‘দশমী এসে গেলে খুবই মন খারাপ হয়, কিন্তু যেমন শেষ রয়েছে, ঠিক তেমনই শুরুও রয়েছে। আর সেই সূচনার মাধ্যমেই মা আবার আসবেন।’

অবশ্য বাজে কদমতলা ঘাটে ছবি একেবারে আলাদা। সেখানে প্রতিমা নিরঞ্জনে ভিড় জমিয়েছেন বহু মানুষ। বলা চলে বেশিরভাগই বনেদি বাড়ির ঠাকুর। ঠাসা পুলিশি নিরাপত্তায় চলছে বিসর্জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০টির অধিক ঠাকুর বিসর্জন সম্পন্ন হয়েছে। তবে এই নিরাপত্তার বহর যে শুধুই একটি ঘাটে এমন নয়। কলকাতা ২৫টি অন্যতম ঘাটকে চিহ্নিত করে ঠাসা নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার।