TMC protest: ইডি, সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রবল ক্ষোভ, প্রবল ধস্তাধস্তি সিজিও কমপ্লেক্সে

TMC protest: সম্প্রতি রাজ্যে একাধিক মামলায় তৎপর হয়েছে ইডি ও সিবিআই। পরপর শাসক দলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ দিনের বিক্ষোভে TV9 বাংলার বুম দেখেই ক্ষুব্ধ তৃণমূল নেতা।

TMC protest: ইডি, সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রবল ক্ষোভ, প্রবল ধস্তাধস্তি সিজিও কমপ্লেক্সে
সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 6:57 PM

কলকাতা : প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি আর বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এই ইস্যুতে গত এক মাস ধরে এই ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক দলের দাবি, তদন্ত নিরেপক্ষ হচ্ছে না। রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমন দাবি করেছেন। এবার সেই দাবি নিয়েই কেন্দ্রীয় সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।

মঙ্গলবার সকালে এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়েছে ওঠে সিজিও কমপ্লেক্স চত্বর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এ দিন বিক্ষোভ প্রদর্শন করা হয় সিজিও কমপ্লেক্সের সামনে। বিক্ষোভ ঘিরেল প্রবল উত্তেজনা তৈরি হয়। সিজিও তে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলে তৃণমূল কর্মীদের। কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

তাঁদের দাবি, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তাঁদের অফিস কার্যত বিজেপি পার্টি অফিসে পরিনত হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের ওই নেতা-কর্মীরা।

তৃণমূল কর্মী সৌরভ প্রিয় দত্ত এ দিন বলেন, ইডি ও সিবিআই নিরপেক্ষ নেই। ওরা মোদী ও অমিত শাহের হাত ধরে তৃণমূলের উন্নয়ন স্তব্ধ করার জন্য প্রতিহিংসামূলক পদক্ষেপ করছেন। তবে TV9 বাংলার বুম দেখেই ক্ষুব্ধ হন ওই তৃণমূলকর্মী। এর আগে অনুব্রত মণ্ডলও বলেছিলেন, ‘নাইনে কিছু বলব না।’

উল্লেখ্য, ইডি ও সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করছে না, এই দাবি নিয়ে গোটা রাজ্যেই পথে নেমেছে তৃণমূল। দলের তরফে ঘোষণা করার পরই জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হয়েছিল তৃণমূলের তরফ দেখে।

এ দিন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তৃণমূলকর্মীরা। পরে সিজিও কমপ্লেক্সের ভিতরেল প্রবেশ করেন তাঁরা। এরপর গেটে তালা লাগিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। বিধান নগর পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।