Primary School Reopening: ছোটরা স্কুলে ফিরবে, কিন্তু পড়াবে কে? শিক্ষকদের ‘দুয়ারে সরকারের’ দায়িত্ব ঘিরে জটিলতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 14, 2022 | 11:20 PM

Duare Sarkar: প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্তের ফলে জটিলতা তৈরি হয়েছে পুর এলাকায়। কলকাতা পুরনিগমের স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা দুয়ারে সরকার কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকায় তাঁদের সেখানে বাধ্যতামূলকভাবে যেতে হবে। এখন প্রশ্ন উঠছে, তাহলে পুরনিগমের স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে তো?

Primary School Reopening: ছোটরা স্কুলে ফিরবে, কিন্তু পড়াবে কে? শিক্ষকদের দুয়ারে সরকারের দায়িত্ব ঘিরে জটিলতা
বুধবার থেকে স্কুলে ফিরছে ছোটরা (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) এলাকার অন্তর্গত স্কুলগুলি চালু করা ঘিরে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলি (Primary and Upper Primary Schools) চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবার আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি শুরু করছে রাজ্য প্রশাসন। কলকাতার ক্ষেত্রে পুরনিগমের স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের এই দুয়ারে সরকার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরনিগমের প্রাইস অফ চুক্তিভিত্তিক এবং স্থায়ী শিক্ষক শিক্ষিকা গতবার থেকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত। কলকাতা পুরনিগমে বর্তমানে যে কর্মী সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অন্য কোনও কর্মীকে পুরনিগমের বিভিন্ন বিভাগগুলি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে যুক্ত করতে পারেনি প্রশাসন।

আর সেই কারণেই শিক্ষক-শিক্ষিকাদের যুক্ত করা হয় এই প্রকল্পের বাস্তবায়নের জন্য। এবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্তের ফলে জটিলতা তৈরি হয়েছে পুর এলাকায়। কলকাতা পুরনিগমের স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা দুয়ারে সরকার কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকায় তাঁদের সেখানে বাধ্যতামূলকভাবে যেতে হবে। এখন প্রশ্ন উঠছে, তাহলে পুরনিগমের স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে তো? কীভাবে স্কুলগুলিতে পঠন-পাঠন হবে তা নিয়ে রীতিমতো জটিল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা পুরনিগমের অন্দরমহলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কর্মিবর্গ বিভাগ হাত তুলে নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সদুত্তর দিতে পারছেন না কলকাতা পুরনিগমের কর্তাব্যক্তিরাও। সব মিলিয়ে দুয়ারে সরকার এবং প্রাথমিক ও উচ্চ প্রাথমিক চালুর সিদ্ধান্তের মধ্যেই এক ঘোর জটিলতা দেখা দিয়েছে।

উল্লেখ্য, সোমবারই রাজ্য সরকারের তরফে কোভিড সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ওই গাইডলাইন কার্যকর হবে। তাতে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের স্কুলগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। স্কুলগুলিতে কী কী নিয়মবিধি মানতে হবে, কীভাবে ক্লাস চলবে, সেই সংক্রান্ত একটি পৃথক গাইডলাইন অবশ্য প্রকাশ করবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। তবে তার আগে মঙ্গলবার থেকেই রাজ্যে আবার চালু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার প্রকল্প।

আরও পড়ুন : Post Poll Violence: নগদ পুরস্কারের ঘোষণাতেই বাজিমাৎ! অভিজিৎ খুনে সিবিআইয়ের হাতে পাকড়াও আরও ২

আরও পড়ুন : Municipal Election Result: শাসক দলের কর্মীদের ‘পেট ভর্তি মদ’ দিতে হয় ভোট লুঠের জন্য! তোপ অধীরের

 

Next Article