COVID 19: নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ, তবে দৈনিক আক্রান্তের সংখ্যায় এখনও রয়েছে উদ্বেগ

COVID 19: সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৪৩ জন।

COVID 19: নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ, তবে দৈনিক আক্রান্তের সংখ্যায় এখনও রয়েছে উদ্বেগ
ছবি: পিটিআই
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2022 | 9:48 PM

কলকাতা: বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৯১১ জন। যদিও বৃহস্পতিবার সেই সংখ্যা খানিক কমে হল ৭৭৫। মারা গিয়েছেন ৪ জন। অন্যদিকে বর্তমানে রাজ্যে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৪৩ জন। এদিন রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৭ জনের। 

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে…

কলকাতা – বৃহস্পতিবার আক্রান্ত ১৯১ জন। বুধবার আক্রান্ত ২০৩ জন। 

উত্তর ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ১২৯ জন। বুধবার আক্রান্ত ১৬৭ জন। 

দক্ষিণ ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ৩৪ জন। বুধবার আক্রান্ত ২৮ জন। 

হাওড়া – বৃহস্পতিবার আক্রান্ত ২৯ জন। বুধবার আক্রান্ত ২৯ জন। 

নদিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৮ জন। বুধবার আক্রান্ত ২০ জন। 

পশ্চিম বর্ধমান – বৃহস্পতিবার আক্রান্ত ৩৯ জন। বুধবার আক্রান্ত ৫২ জন। 

পশ্চিম মেদিনীপুর- বৃহস্পতিবার আক্রান্ত ২৪ জন। বুধবার আক্রান্ত ৪৬ জন। 

দার্জিলিং- বৃহস্পতিবার আক্রান্ত ৩৩ জন। বুধবার আক্রান্ত ২৬ জন। 

বীরভূম- বৃহস্পতিবার আক্রান্ত ৮০ জন। বুধবার আক্রান্ত ১০৭ জন। 

পূর্ব বর্ধমান- বৃহস্পতিবার আক্রান্ত ২৫ জন। বুধবার আক্রান্ত ৩১ জন। 

পূর্ব মেদিনীপুর – বৃহস্পতিবার আক্রান্ত ১০ জন। বুধবার আক্রান্ত ৪৬ জন। 

জলপাইগুড়ি – বৃহস্পতিবার আক্রান্ত ২৭ জন। বুধবার আক্রান্ত ১৯ জন। 

মুর্শিদাবাদ- বৃহস্পতিবার আক্রান্ত ৮ জন। বুধবার আক্রান্ত ১৭ জন। 

মালদহ – বৃহস্পতিবার আক্রান্ত ২৪ জন। বুধবার আক্রান্ত ২৫ জন। 

উত্তর দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৭ জন। বুধবার আক্রান্ত ১১ জন। 

আলিপুরদুয়ার – বৃহস্পতিবার আক্রান্ত ৮ জন। বুধবার আক্রান্ত ১৯ জন। 

বাঁকুড়া – বৃহস্পতিবার আক্রান্ত ৪ জন। বুধবার আক্রান্ত ১৩ জন। 

দক্ষিণ দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ১০ জন। বুধবার আক্রান্ত ২৫ জন। 

পুরুলিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৩০ জন। বুধবার আক্রান্ত ১৬ জন। 

ঝাড়গ্রাম – বৃহস্পতিবার আক্রান্ত ১ জন। বুধবার আক্রান্ত ১ জন। 

কোচবিহার – বৃহস্পতিবার আক্রান্ত ১১ জন। বুধবার আক্রান্ত ১০ জন। 

কালিম্পং – বৃহস্পতিবার আক্রান্ত ৪ জন। বুধবার আক্রান্ত ৫ জন। 

হুগলি – বৃহস্পতিবার আক্রান্ত ৩৯ জন। বুধবার আক্রান্ত ২৯ জন।