COVID Bulletin : ফের বাংলায় বড় লাফ করোনার, শুক্রবারও দেড় হাজারের গণ্ডি পার দৈনিক আক্রান্তের সংখ্যা

COVID Bulletin : বর্তমানে গোটা রাজ্যে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৪ শতাংশ। এখনও পর্যন্ত, গোটা রাজ্যে ২১ হাজার ২১৯ জন মারা গিয়েছে করোনা সংক্রমণের জেরে।

COVID Bulletin : ফের বাংলায় বড় লাফ করোনার, শুক্রবারও দেড় হাজারের গণ্ডি পার দৈনিক আক্রান্তের সংখ্যা
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2022 | 11:00 PM

কলকাতা: গোটা দেশের পাশাপাশি বাংলাতেও (West Bengal) হু হু করে বাড়ছে করোনা (Coronavirus) গ্রাফ। বৃহস্পতিবারের দৈনিক আক্রান্তের (Daily infection) সংখ্যাকে ছাপিয়ে গেল শুক্রবারের আক্রান্তের গ্রাফ। তাতেই নতুন করে বেড়েছে উদ্বেগ। তবে আশার খবর এই যে শুক্রবার দিনভর করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর মেলেনি। বর্তমানে গোটা রাজ্যে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৪ শতাংশ। এখনও পর্যন্ত, গোটা রাজ্যে ২১ হাজার ২১৯ জন মারা গিয়েছে করোনা সংক্রমণের জেরে। অন্যদিকে এদিন দিনভর ১১ হাজার ৮১১ জনের নমুণা পরীক্ষা হয় গোটা রাজ্যে। সারাদিনের পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৪.৭২ শতাংশ। সেখানে সামগ্রিক সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। 

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

কলকাতা – শুক্রবার কলকাতায় করোনা আক্রন্ত হয়েছেন ৬৭৩ জন। বৃহস্পতিবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৬২১ জন। 

উত্তর ২৪ পরগনা – শুক্রবার উত্তর ২৪ পরগনায় করোনা আক্রন্ত হয়েছেন ৪৪১ জন।  বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩৫ জন। 

দক্ষিণ ২৪ পরগণা – শুক্রবার দক্ষিণ ২৪ পরগণায় করোনা আক্রান্ত হন ১৫৮ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ১১৫ জন। 

হাওড়া – শুক্রবার হাওড়ায় করোনা আক্রান্ত হয়েছে ৮১জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৬১ জন।

নদিয়া –  শুক্রবার এ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৫ জন। 

পশ্চিম বর্ধমান – আক্রান্ত হয়েছেন ৪৬ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৩১ জন। 

পশ্চিম মেদিনীপুর- আক্রান্ত হয়েছেন ৪১ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ জন। 

দার্জিলিং- শুক্রবার দার্জিলিংয়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। 

বীরভূম- শুক্রবার আক্রান্ত হয়েছেন ৪৪ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ২৩ জন।

পূর্ব বর্ধমান- শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ২৫ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন।

পূর্ব মেদিনীপুর – শুক্রবার আক্রান্ত হয়েছেন ৯ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। 

জলপাইগুড়ি – শুক্রবার আক্রান্ত হয়েছেন ২০ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন। 

মুর্শিদাবাদ – শুক্রবার আক্রান্ত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ১০।

মালদহ – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১১ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। 

উত্তর দিনাজপুর – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। 

আলিপুরদুয়ার – আলিপুরদুয়ারে শুক্রবারে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১ জন। 

বাঁকুড়া – শুক্রবার বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। 

দক্ষিণ দিনাজপুর – শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন।  বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ২ জন।

পুরুলিয়া – এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। 

ঝাড়গ্রাম – এদিন করোনা আক্রান্ত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ২ জন। 

কোচবিহার – করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। 

কালিম্পং – শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ১ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১ জন।

হুগলি – শুক্রবার করোনার কবলে পড়েন ৭৮ জন। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৭৭ জন।