CV Ananda Bose: বুধে শপথ নতুন রাজ্যপালের, কালই কলকাতায় আসছেন আনন্দ বোস

CV Ananda Bose: এখনও পর্যন্ত যা খবর তাতে, বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিটে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন সিভি আনন্দ বোস।

CV Ananda Bose: বুধে শপথ নতুন রাজ্যপালের, কালই কলকাতায় আসছেন আনন্দ বোস
সিভি আনন্দ বোস
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2022 | 8:46 PM

কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। দক্ষিণী পরিবারে বেড়ে উঠেও তাঁর পদবিতে রয়েছে বোস। নামের সঙ্গে রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর যোগ। নতুন রাজ্যপালকে নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। কবে তিনি কলকাতায় আসবেন, সেই অপেক্ষায় গোটা রাজ্য। এবার সেই সব জল্পনায় ইতি। আগামিকাল (মঙ্গলবার) শহরে আসছেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার শপথ বাক্য পাঠ করবেন তিনি। এখনও পর্যন্ত যা খবর তাতে, বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিটে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন সিভি আনন্দ বোস।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন আনন্দ বোস। বুধবার তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। যদি কোনও কারণে প্রধান বিচারপতি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে সবথেকে সিনিয়র বিচারপতি যিনি থাকবেন, তিনি শপথবাক্য পাঠ করাবেন। জানা গিয়েছে, শপথের পর দুই একদিন কলকাতায় থাকবেন তিনি। তারপর আবার দিল্লিতে ফিরে যাবেন। রাজধানীতে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর দেখা করার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

উল্লেখ্য, অতীতে জগদীপ ধনখড় যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তখন নবান্নের সঙ্গে রাজভবনের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ সেই সময় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। রাজ্যের প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধানের মধ্যে সম্পর্কের মধ্যে এক তিক্ততা তৈরি হয়েছিল। ধনখড় পরবর্তী সময়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মণিপুরের রাজ্যপাল লা গণেশন পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন। লা গণেশনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সম্পর্ক বেশ ভালই ছিল। উল্টে বিরোধী দল বিশেষ করে বিজেপি পক্ষ থেকে খানিক অসন্তোষ দেখা গিয়েছিল। এখন নতুন রাজ্যপালের সঙ্গে শাসক-বিরোধীর সম্পর্ক কেমন থাকবে, সেই দিকেই নজর রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের। নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামিকালই প্রথম রাজ্যে আসছেন তিনি।