Train Cancelled: সোনারপুর-ক্যানিং-হাসনাবাদ, কোন লাইনে, কতগুলি লোকাল ট্রেন বাতিল? ‘দানা’ দাপট শুরুর আগেই জেনে নিন

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 23, 2024 | 7:31 PM

Cyclone Dana: ক্যানিং, ডায়মন্ড হারবার, নৈহাটি সহ একাধিক লাইনে পরপর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বহু যাত্রী এই সব লাইনে যাতায়াত করেন। ঝড়ের রাতে বিপদের আশঙ্কায় সেই সব লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

Train Cancelled: সোনারপুর-ক্যানিং-হাসনাবাদ, কোন লাইনে, কতগুলি লোকাল ট্রেন বাতিল? দানা দাপট শুরুর আগেই জেনে নিন
লোকাল ট্রেন (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। একদিকে আশ্রয় শিবির, ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা। রেল পরিষেবাও বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।

শিয়ালদহ ডিভিশনে ১৯০টি ইএমইউ লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে-

১. ক্যানিং সেকশনের ১৩টি আপ ট্রেন ও ১১টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

২. সোনারপুর-ক্যানিং সেকশনে ৩টি আপ ও ৪টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

৩. শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর সেকশনে ১৫টি আপ ও ১০টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

৪. শিয়ালদহ-বজবজ সেকশনে ১৫টি আপ ও ১৪টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

৫. শিয়ালদহ-সোনারপুর সেকশনে ৪টি আপ ও ৭টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

৬. সোনারপুর-বারুইপুর সেকশনে ১টি আপ ও ১টি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

৭. শিয়ালদহ-বারুইপুর সেকশনে ৭টি আপ ও ৯টি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

৮. শিয়ালদহ-নৈহাটি সেকশনে ২টি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

৯. লক্ষ্মীকান্তপুর-বারুইপুর সেকশনে ১টি আপ ও ২টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

১০. শিয়ালদহ-ডায়মন্ড হারবার ১৫টি আপ ও ১৫টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

১১. লক্ষ্মীকান্তপুর-নামখানা সেকশনে ১০টি আপ ও ৯টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

১২. শিয়ালদহ-হাসনাবাদ সেকশনে ১১টি আপ ও ৯টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে।

১৩. সার্কুলার রেল লাইনে একটি আপ ও একটি ডাউন ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে।

ঝড়ের পূর্বাভাস দেওয়ার সঙ্গে সঙ্গেই রেল একাধিক সতর্কতা নিয়েছে। সতর্ক করা হয়েছে ট্রেনের চালকদের। কর্মী মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে।

যাত্রীদের সুবিধার জন্য একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চালু করা হয়েছে হেল্পলাইন।
শিয়ালদহ ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বরটি হল- ২৩৫১৫৯৬৭ ও ১০৭২৫। এছাড়া হাওড়া ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বরটি হল ০৩৩-২৬৪০২২৪১ ও ০৩৩ ২৬৪০২২৪২।

Next Article