AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DEV-Kunal: ‘দারুণ অভিনেতা’, কুণালের পিঠ চাপড়ে বললেন দেব, তাহলে কি আমে দুধে মিশে গেল…

DEV-Kunal Ghosh: টেকনিশিয়ান স্টুডিয়ো। শুক্রবার সন্ধ্যায় সেখানে বসেছিল চাঁদের হাট। নেপথ্যে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল সিনে ফেডারেশন। সেখানে হাজির ছিল 'দুই পৃথিবী'! জিৎ-দেব! ছিলেন  আবির, শিবপ্রসাদ আরও অনেকে। সন্ধ্যার  কিছু পরে সেই মঞ্চে আসেন কুণাল ঘোষ। জিৎ-দেব-কুণাল সবাই তখন এক মঞ্চে। সবাইকেই সম্বর্ধনা দিচ্ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। 

DEV-Kunal: 'দারুণ অভিনেতা', কুণালের পিঠ চাপড়ে বললেন দেব, তাহলে কি আমে দুধে মিশে গেল...
ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে দেব-কুণালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 31, 2025 | 11:08 PM
Share

কলকাতা: দেব-কুণাল পর্ব! এই তো কিছুদিনই আগেই এই দুই ‘চরিত্রের’ আলোচনা সামাজিক মাধ্যম, সংবাদমাধ্যমের টক-শো পেরিয়ে পৌঁছে গিয়েছিল পাড়ার চায়ের দোকানের চপ-মুড়ির আলোচনাতেও। নেপথ্যে ‘রঘুডাকাত’। রঘুডাকাত নিয়ে কুণাল ঘোষের রিভিউ, আর তাতে দেব ঘনিষ্ঠ প্রযোজকের পাল্টা মন্তব্য। জল গড়িয়েছিল বহুদূর! এমনকি দেব নিজেই TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছিলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে খবর নিয়েছিলেন। কিন্তু সেই দেবই আবার পিঠ চাপড়ে দিলেন কুণালের, হাতে তুলে দিলেন পুষ্পস্তবক, আর বললেন, ‘খুব ভাল অভিনেতা…’ তাহলে কি সব মিটমাট?

ভেনু, টেকনিশিয়ান স্টুডিয়ো। শুক্রবার সন্ধ্যায় সেখানে বসেছিল চাঁদের হাট। নেপথ্যে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল সিনে ফেডারেশন। সেখানে হাজির ছিল ‘দুই পৃথিবী’! জিৎ-দেব! ছিলেন  আবির, শিবপ্রসাদ আরও অনেকে। সন্ধ্যার  কিছু পরে সেই মঞ্চে আসেন কুণাল ঘোষ। জিৎ-দেব-কুণাল সবাই তখন এক মঞ্চে। সবাইকেই সম্বর্ধনা দিচ্ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।

আর সেই পর্বেই দেব-কুণাল পাশাপাশি। কুণাল ঘোষের নাম ঘোষণা করেন অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘ আমরা অনুরোধ করছি দেব কুণাল দা সংবর্ধনা দিক।’ আর সে সময়েই দেবকে বলতে শোনা যায়, ‘ভাল অভিনেতা কিন্তু, খুব ভাল অভিনেতা’। তারপর দেব এগিয়ে আসে। স্বরূপ বিশ্বাসের দিকে মুখ করে বুড়ো আঙুল (থাম্ব) দেখিয়ে রীতিমতো ইশারা করে বলেন, ‘অভিনেতা, দারুণ অভিনয় করছেন।’ তারপর কুণালকেই দেখা যায়, দেবকে টেনে আনতে, দেব কুণালের হাতে পুষ্পস্তবক তুলে দেন।


এরপর দেব মাইক হাতে বলেন, “আমি তোমাদের সবার সামনে একটাই প্রশ্ন করছি, আর কতদিন পিছনে লাগবে?” বলেই তাঁকে কাঁধে হাত রাখেন। কুণাল উত্তরে বলেন, “পিছনে লাগতে গেলেও একটা ভাল পিছন দরকার হয়।” মঞ্চে তখন হাসির রোল। দেব তখন বলেন, “ওকে, তাহলে আমি এগিয়ে আছি অনেকটাই।” কুণাল তারপর বলেন, “দেবের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি দেবকে অনেক ভালবাসি। তার জন্য আমার কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। আর কোন কোন কারণে একটু খুটখাট লেগে যায়, সেটা দেবও বোঝে। দেবের সঙ্গে আমার সম্পর্কটা টক মিষ্টি! দেব দেবের জায়গায় আছে, ইন্ডাস্ট্রিতে ও দেব, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি আমার ছোট জায়গায়, আমার সঙ্গে দাদা-ভাইয়ের সম্পর্ক থাকবে।”

তারপর দেবও মাইক হাতে বললেন, “কুণাল দা আমার অত্যন্ত কাছের মানুষ। ইন্ডাস্ট্রি খুব ছোট, আমাদের সবাইকে একসঙ্গেই থাকবে হবে। সাপোর্ট দরকার।”

এই হল শুক্রবার সন্ধ্যার চিত্র! কিন্তু যদি ক্যালেন্ডারের পাতাটা মাত্রা এক মাস পিছানো যায়, মানে ওই দুর্গাপুজোর আশপাশে, রঘুডাকাতের রিলিজের সময়! মনে আছে? কুণাল ঘোষের রিভিউ, আর তাতে দেব ঘনিষ্ঠ প্রযোজকের পাল্টা মন্তব্য। রক্তবীজ ২ নিয়ে সওয়াল করতে দেখা গিয়েছে কুণালকে। এদিকে, দেবের হয়ে লড়ে গিয়েছেন প্রযোজক রানা সরকার। জল গড়ায় অনেকদূর। কুণালকে সরাসরি এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়। দেবের বিরুদ্ধে মূলত তাঁর অভিযোগ,  প্রভাব খাটিয়ে বেশি প্রেক্ষাগৃহে বেশি শো পাওয়া। কুণাল সরাসরি তখন বলেছিলেন, “ছবি রিলিজের আগে উদারতা দেখালেই তো ভাল হয়। ছবি রিলিজের পর আমি কত উদর, সেটা দেখানো, সময় সময় বেছে বেছে উদার হওয়া সমস্যা। যারা চেষ্টা করছে, তাদের সকলকে সমানভাবে দর্শকের কাছে পৌঁছাতে দেওয়াই কাম্য। কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরেই যদি রাজনীতি হয়, সেটা অনুচিত।”

যদিও সে সময়েও বিশেষ একটা এই মন্তব্যে গুরুত্ব দেননি দেব। তখনও স্পষ্ট করেছিলেন নিজের অবস্থান। বলেছিলেন,  “কাউকে ছোট করে বড় হতে পারব না। এই প্রচেষ্টা কোনওদিনও করিনি। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। আমার মনে হয়, এখনও কেউ সেই জায়গায় পৌঁছয়নি।” দেব স্পষ্টতই বুঝিয়ে দিলেন, বিতর্ক হোক, তিনি তাঁর লক্ষ্যে অবিচল।