কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। সেই সময়ের বিল বিধানসভায় জমা দিয়েছেন তিনি। তা নিয়ে তৈরি হয়েছে নতুন চাপানউতোর। বিল সংক্রান্ত বিষয়ে এবার প্রেসিডেন্সি সংশোধনাগার বা জেল সুপারকে ডেকে পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সোমবার দুপুরে বিধানসভায় স্পিকারের মুখোমুখি হন তিনি। তখনই বিষয়টি বিমানকে জানান জেল সুপার নবীন কুজুর। যদিও এ বিষয়ে কিছুই বলতে চাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই পথে হেঁটেই কেন বিধানসভায় এসেছিলেন তা নিয়ে মুখ খুলতে চাননি জেল সুপারও। প্রতিক্রিয়া মেলেনি মানিকবাবুরও।
বিধানসভা সচিবালয় সূত্রে খবর, একটি স্বাস্থ্য বিষয়ক বিল নিয়ে কথা বলতেই প্রেসিডেন্সি জেল সুপারকে ডেকে পাঠিয়েছিলেন স্পিকার। ওনার বেশ কিছু রোগ রয়েছে। সেই রোগের ওষুধ সংক্রান্ত বিলই মানিকবাবু বিধানসভায় জমা দিয়েছেন। কিন্তু, জেলে থাকাকালীন এই বিল জমা দেওয়াতেই উঠছে প্রশ্ন। কারণ, জেলবন্দীদের খরচ তো জেলের কোষাগার অর্থাৎ সরকারেররই দেওয়ার কথা। তাহলে কেন আলাদা করে বিধানসভায় জমা দেওয়া হল? উঠছে সেই প্রশ্ন। স্পিকার শুধু বললেন, “কী বিল জমা দিয়েছেন সেটা আপনাদের কাছে বলব না। এটা বিধানসভার অভ্যন্তরীণ ব্যাপার। আপনাদের কিছু জানার থাকলে মানিকবাবুর কাছ থেকে জেনে নিন।”