Doctors’ Protest: ‘আপনারা এই জায়গা ছাড়ুন…’, অনশনকারী জুনিয়র চিকিৎসকদের চিঠি ধরাল কলকাতা পুলিশ
Doctors' Protest: চিঠিতে এও উল্লেখ রয়েছে, কলকাতা পুলিশের তরফে অ্যাম্বুল্যান্সে ওঠার আবেদন জানানো হয়েছিল অনশনকারীদের। কিন্তু অনশনকারীরা পুলিশের আর্জি প্রত্যাখ্যান করেছেন। অনশন তোলার জন্য এবার আইনি পথে চাপ দেওয়া হচ্ছে, বলে কার্যত চিঠিতে পুলিশের তরফে উল্লেখ করা হয়েছে।
কলকাতা: অনশন তুলে নেওয়ার জন্য সাত অনশনকারীকে চিঠি দিল কলকাতা পুলিশ। চিঠিতে উল্লেখ রয়েছে, সাত জুনিয়র চিকিৎসকের আমরণ অনশন বেআইনি। অনশন মঞ্চে অনশনকারীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে বোঝা যাচ্ছে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
চিঠিতে এও উল্লেখ রয়েছে, কলকাতা পুলিশের তরফে অ্যাম্বুল্যান্সে ওঠার আবেদন জানানো হয়েছিল অনশনকারীদের। কিন্তু অনশনকারীরা পুলিশের আর্জি প্রত্যাখ্যান করেছেন। অনশন তোলার জন্য এবার আইনি পথে চাপ দেওয়া হচ্ছে, বলে কার্যত চিঠিতে পুলিশের তরফে উল্লেখ করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানা থেকে চিঠি দিয়ে জুনিয়র ডাক্তারদের বলা হয়েছে, “আমাদের অনুরোধ, আপনারা এই জায়গা ছাড়ুন এবং চিকিৎসার সাহায্য গ্রহণ করুন। সমস্ত প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।” বৃহস্পতিবার বিকালে ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে যায় পুলিশ। হেয়ার স্ট্রিট থানার ওসি অনশনকারী সাত জুনিয়র ডাক্তারকে চিঠি দেন। যদিও আন্দোলনকারীদের তরফে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “দায় ঝেড়ে ফেলতেই এই চিঠি।”
কলকাতা পুলিশের চিঠি প্রসঙ্গে আন্দোলনকারীদের বক্তব্য, “চিঠিতে বলা হয়েছে, আমরা অনুমতি ছাড়া মঞ্চে বসে আছি। আমাদের উঠে যেতে হবে। জায়গা ছেড়ে দিতে বলা হচ্ছে। এটা আমরা ভাল ভাবে দেখছি না।” উল্লেখ্য, অনশন আন্দোলনের ১১৩ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরজিকরেরই চিকিৎকসদের একাংশ। বাকি অনশনকারীদেরও শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।