Maha Sasthi Live: ষষ্ঠীর মধ্যরাত পর্যন্ত উত্তপ্ত রইল শহর, লালবাজারে চলল বিক্ষোভ
Durga Puja 2024:শোকে-দ্রোহে-আনন্দের মধ্যেই বাংলা আপন করে নিয়েছে এবারের শারদোৎসবকে। বুধবার সারাদিনের পুজো সংক্রান্ত সব খবর পড়ুন এক নজরে
আজ মহাষষ্ঠী। দেবী দুর্গার বোধন। তবে এবারের পুজো কিছুটা আলাদা। উৎসবের আবহে চলছে আন্দোলন। চিকিৎসকরা নেমেছেন পথে। চলছে অনশন। শোকে-দ্রোহে-আনন্দের মধ্যেই বাংলা আপন করে নিয়েছে এবারের শারদোৎসবকে। বুধবার সারাদিনের পুজো সংক্রান্ত সব খবর পড়ুন এক নজরে
LIVE NEWS & UPDATES
-
স্বাস্থ্য ভবনে বৈঠক শেষেও অসন্তোষ ডাক্তারদের
- ষষ্ঠীর সন্ধ্যায় স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেন মুখ্যসচিব। ডাকা হয় ডাক্তারদের।
- ২০ জনের বেশি প্রতিনিধির সঙ্গে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে বিক্ষোভ।
- বৈঠক হতাশাজনক বলে দাবি করেন চিকিৎসকেরা। আন্দোলন যে জারি থাকবে, সে কথা জানিয়ে দেন।
-
ষষ্ঠীর রাতেও উত্তপ্ত শহর, বিক্ষোভ লালবাজারে
- ষষ্ঠীর রাতেও শান্ত হল না শহর। ত্রিধারা থেকে ৯ জনকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তপ্ত রইল কলকাতা।
- ঘটনার পরই লালবাজারে গিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ও আন্দোলরত চিকিৎসকরা।
- মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে সেখানে যান চিকিৎসকরাও।
-
-
উৎসবেও প্রতিবাদে সুর
- মহিলা পরিচালিত পুজোয় এবার প্রতিবাদের সুর। পুরুলিয়ার শরৎ সেন কম্পাউন্ডের পুজোর উদ্যোক্তারা উৎসবের পাশাপাশি তিলোত্তমা খুন ও ধর্ষণের প্রতিবাদে সামিল হন।
- ষষ্ঠীর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন কমিটির উপদেষ্টা রেখা সরকার।
- তারপর কমিটির সকলে প্রদীপ জ্বালান। কমিটির সদস্যরা প্রতেকেই কালো শাড়ি পরে প্রতিবাদে সামিল হন।
- কমিটির উদ্যোক্তাদের বক্তব্য, “সমাজের সব জায়গায় মহিলারা অত্যাচারিত হচ্ছেন। তাই এই প্রতিবাদ শুধু মাত্র তিলোত্তমার বিচারের দাবিতে তা নয়, যারা প্রতি নিয়ত অত্যাচারিত হচ্ছেন তাঁরা যেন সুস্থ সুন্দর সমাজ পান, সেই দাবি রাখি।”
-
শিলিগুড়িতে বিগ বাজেটের পুজো
- শিলিগুড়িতে বিগ বাজেটের পুজো। ভারত নগর তরুণতীর্থ ক্লাব এবার পূজার ৭৭ তম বর্ষ।
- এবার তাদের পূজার থিম ‘কলসি ভরা সোনার ফসল’। বিগ বাজেটের পূজায় উপচে পড়ছে ভিড়। বাশ,বেঁত সহ নানা উপকরণে এবং ডোকরার কাজে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের অন্দরসজ্জা।
- শিলিগুড়ির দাদাভাই ক্লাবের পুজো এবার ৪৩ তম বছরে পা দিল। থিম পাথরে প্রাণ। পাথর দিয়ে আস্ত পূজা মণ্ডপ। একশো টন পাথর ব্যবহার হয়েছে মণ্ডপে।
- মণ্ডপসজ্জায় লোহা, পাথর-সহ পুনরায় ব্যবহার যোগ্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। সবুজকে বাঁচানোর বিশেষ বার্তা রয়েছে উদ্যোক্তাদের।
-
চোখে জল নিয়ে অনশন মঞ্চে ‘দর্শনার্থী’রা
- ষষ্ঠীর সকালে পুজো পরিক্রমা তো চলছেই। তারই মধ্যে অনশন মঞ্চের সামনেও দেখা গেল দর্শনার্থীদের ভিড়।
- চোখে জল নিয়ে মায়েরা হাজির হয়েছেন সন্তানসম চিকিৎসকদের পাশে দাঁড়াতে।
- এক মহিলা বললেন, “এমন ঘটনা তো আগে কখনও দেখিনি। বিচার চেয়ে তাই আমিও পাশে দাঁড়াতে এসেছি।”
- চোখে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর এক মহিলা। তিনি বলেন, “এই মঞ্চে যারা আছে তারা আমার ছেলেমেয়ের বয়সী। ওদের জন্য আমার ভয় করছে।” বলতে গিয়ে গলা কেঁপে আসে তাঁর।
-
-
সন্দীপাসুর? দুর্গার থেকে অসুর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- শোকের মধ্যেই চলছে উৎসব। একদিকে মানুষ প্রতিবাদে নামছেন।
- অন্যদিকে, উৎসবেও সামিল হচ্ছেন তাঁরা। এই আবহের মধ্যে এবার অসুর বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের বহরমপুর এক শিল্পী। হ্যাঁ ঠিকই শুনেছেন ‘অসুর’।
- ইতিমধ্যেই সেই অসুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিস্তারিত পড়ুন: Durga Puja: সন্দীপাসুর? দুর্গার থেকে অসুর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
-
উৎসবের শহরে প্রতিবাদ জারি
-
এক নজরে দেখুন পুজো…
-
নেতাজির পুজো বাগবাজার সর্বজনীনে ষষ্ঠীর সকাল থেকেই ভিড়
- নেতাজি বাগবাজার সর্বজনীনের পুজোর সভাপতিত্ব করেছিলেন
- সকাল থেকেই মানুষ এসেছেন দেবীকে দেখতে
- এই পুজোর বিশেষত্বই হল মায়ের সাবেকি সাজ
- আগত এক দর্শনার্থী বলেন, “ভাল লাগে এখানে আসতে। প্রতিবছর আসি। এখান থেকেই পুজো শুরু হয়।”
-
ব্যারাকপুর পুর্ব-তালবাগান সার্বজনীন দুর্গাপূজা
- ব্যারাকপুর পুর্ব-তালবাগান সার্বজনীন দুর্গাপূজার এবার মণ্ডপ ভাবনা স্পন্দন। বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিং-এর ভয়াবহতা দেখা যাচ্ছে
- তার জন্য মানুষকে সচেতন করতে পুজোর উদ্যোগক্তাদের এই মণ্ডপ ভাবনা। মণ্ডপজুড়ে গাছ লাগানো, দুষণ রোধ, জলাশয় ভরাট বন্ধর বার্তা দেওয়া হয়েছে।
- জলবায়ু ঠিক রাখতে পরিবেশের ভারসাম্য রাখতে নানা তথ্য ও তুলে ধরা হয়েছে।
Published On - Oct 09,2024 11:00 AM
Most Read Stories