Durga Puja Weather Update: ষষ্ঠী থেকে নবমী- কোন কোন জেলায় বৃষ্টি? পূর্বাভাস অনুযায়ী রইল তালিকা

Durga Puja Weather Update: গত বছরের পরিস্থিতিটা আবার ছিল অন্যরকম। আগের বার পুজোয় অষ্টমী থেকে বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে।

Durga Puja Weather Update: ষষ্ঠী থেকে নবমী- কোন কোন জেলায় বৃষ্টি? পূর্বাভাস অনুযায়ী রইল তালিকা
আবহাওয়ার পূর্বাভাস
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2022 | 1:57 PM

নিজস্ব প্রতিবেদন: পুজোতেও নিম্নচাপের ফাঁড়া। অসুর নিম্নচাপে পুজোর দিনগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তমী থেকে রাজ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ষষ্ঠী থেকে সপ্তমী কোথায় কবে কবে বৃষ্টি?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ষষ্ঠীতে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সপ্তমীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অষ্টমীতে কলকাতা-সহ বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নবমীতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্‍সবের আবহাওয়া ——————— (উত্তরবঙ্গ)

সপ্তমী-অষ্টমী-নবমী: সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

দশমী: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা

দশমী: উত্তরের জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা

(দক্ষিণবঙ্গ)

সপ্তমী: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা

সপ্তমী: কলকাতা-সহ বাকি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা

অষ্টমী: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা

অষ্টমী: কলকাতা-সহ বাকি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা

নবমী: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা

নবমী: কলকাতা-সহ বাকি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা

দশমী: পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা

দশমী: কলকাতা-সহ বাকি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা

গত বছরের পরিস্থিতিটা আবার ছিল অন্যরকম। আগের বার পুজোয় অষ্টমী থেকে বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে। এবার মোটামুটি সপ্তমী থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১ তারিখ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। দক্ষিণ চিন সাগরে ঘূর্ণাবর্ত আগে অবস্থান করছিল। এই ঘূর্ণাবর্তের কারণেই ২ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৫ তারিখ পর্যন্ত মাঝারি-বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফলে পুজোর দিনগুলোতে অসুর হয়ে উঠতে পারে এই বৃষ্টিই। এমনিতেই এই পূর্বাভাস আগেই ছিল। তাই এবার প্রায় চতুর্থী থেকেই মানুষের ঢল নামতে শুরু করেছিল কলকাতার পুজো মণ্ডপগুলিতে। অনেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাসকে মাথায় রেখে আগেভাগেই কলকাতার ঠাকুর দেখে নিয়েছেন। আর যাঁরা দেখেননি, তাঁদের হাতে রয়েছে আজকের দিনটা, দুপ্পুর দুপ্পুর বেরিয়ে পড়তে পারেন প্রতিমা দর্শনের উদ্দেশে।