DVC: মমতার চিঠির পরই DVC বোর্ড থেকে দুই আধিকারিকের পদত্যাগ
DVC: রবিবার দ্বিতীয়বারের জন্য চিঠি করলেন মুখ্যমন্ত্রী। তাতে রাজ্যের তরফে দাবি করা হয়েছে, ‘মাত্র সাড়ে ৩ ঘণ্টার নোটিসে’ জল ছাড়া হয়েছে। সর্বোচ্চ ২.৫ কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। যদিও বানভাসি এলাকায় দাঁড়িয়ে মমতা দাবি করেছেন, ৪ লক্ষ কিউসেকেরও বেশি পরিমাণে জল ছাড়া হয়েছে।
কলকাতা: বানভাসি বাংলা। জলছাড়া নিয়ে রাজ্য সঙ্গে কেন্দ্রের সংঘাত তুঙ্গে। DVCকে দোষ চাপাচ্ছে রাজ্য। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে দ্বিতীয় বারের জন্য চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে DVC-র দুই অফিসার পদত্যাগ করলেন। ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের দুই প্রতিনিধি। DVC-তে রাজ্যের দুই প্রতিনিধি ছিলেন আইএএস শান্তনু বসু, চিফ ইঞ্জিনিয়ার। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রাজ্য ডিভিসি র সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। সেই মতো দুই প্রতিনিধি বোর্ড থেকে বেরিয়ে এলেন।
রাজ্য়ের বানভাসি পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই DVCকে দুষে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার অভিযোগ করেছেন, DVC না জানিয়ে জল ছেড়েছে। বানভাসি এলাকাগুলিতে দাঁড়িয়েও মমতা ‘ম্যান মেড বন্যার’ তত্ত্ব খাঁড়া করেছেন। যদিও কেন্দ্রের তরফ থেকে শুক্রবারের চিঠিতে স্পষ্ট করা হয়েছে, রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে।
রবিবার দ্বিতীয়বারের জন্য চিঠি করলেন মুখ্যমন্ত্রী। তাতে রাজ্যের তরফে দাবি করা হয়েছে, ‘মাত্র সাড়ে ৩ ঘণ্টার নোটিসে’ জল ছাড়া হয়েছে। সর্বোচ্চ ২.৫ কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। যদিও বানভাসি এলাকায় দাঁড়িয়ে মমতা দাবি করেছেন, ৪ লক্ষ কিউসেকেরও বেশি পরিমাণে জল ছাড়া হয়েছে।
ডিভিসির কমিটি থেকে রাজ্য সরকারি প্রতিনিধি তুলে নেওয়ার কথা চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিঠি করার পরই বোর্ড থেকে বেরিয়ে এলেন দুই সদস্য।