International Space Station: চাইলেও পৃথিবীতে আসতে পারছেন না! মহাকাশে বসে কার ‘পাপের’ প্রায়শ্চিত্ত করছেন সুনীতারা?
International Space Station: ২৪ বছর ধরে মহাকাশ স্টেশনে যাচ্ছেন মহাকাশচারীরা। সেখানে থাকছেন। আবার ফিরে আসছেন। কিন্তু, এবার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি ই উইলমোরের বাড়তি দিন থাকার কারণ কী? প্রথমবার মহাকাশ স্টেশনে মহাকাশযান পাঠায় বোয়িং কম্পানি। তাদের মহাকাশযানে কী সমস্যা? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন।

পৃথিবীর বাইরে একটা ‘বাড়ি’। ২০০০ সালে যে বাড়িতে প্রথম অতিথির আগমন। তারপর অতিথিদের আনাগোনা শুরু হয়। স্থায়ীভাবে কেউ সেখানে থাকেন না। তবে ‘বাড়ি’ কখনও ফাঁকা থাকে না। অতিথিরা যান। আবার চলেও আসেন। কেউ কেউ অতিথি হয়ে সেখানে একাধিকবার গিয়েছেন। কিন্তু, নির্দিষ্ট দিনের বাইরে থাকেননি। সেই ‘বাড়ি’ থেকে অতিথিদের বিদায়ের সময় যে বাঁধা। কিন্তু, সেই নিয়মেই এবার ছেদ ঘটেছে। আটদিনের দুই অতিথি সেই বাড়িতে কয়েক মাস রয়েছেন। থাকবেন আরও কয়েকমাস। কিন্তু, কেন এই নিয়মে ছেদ? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দুই অতিথি মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর কেন আটকে পড়েছেন সেখানে? কোথায় সমস্যা? কেন নির্দিষ্ট সময়ে ফিরিয়ে আনা গেল না তাঁদের? দুই মহাকাশচারীকে নিয়ে পাড়ি দেওয়া বোয়িং স্টারলাইনার নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ...
