AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

International Space Station: চাইলেও পৃথিবীতে আসতে পারছেন না! মহাকাশে বসে কার ‘পাপের’ প্রায়শ্চিত্ত করছেন সুনীতারা?

International Space Station: ২৪ বছর ধরে মহাকাশ স্টেশনে যাচ্ছেন মহাকাশচারীরা। সেখানে থাকছেন। আবার ফিরে আসছেন। কিন্তু, এবার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি ই উইলমোরের বাড়তি দিন থাকার কারণ কী? প্রথমবার মহাকাশ স্টেশনে মহাকাশযান পাঠায় বোয়িং কম্পানি। তাদের মহাকাশযানে কী সমস্যা? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন।

International Space Station: চাইলেও পৃথিবীতে আসতে পারছেন না! মহাকাশে বসে কার 'পাপের' প্রায়শ্চিত্ত করছেন সুনীতারা?
২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে হবে সুনীতাদের। গ্রাফিক্স- অভিজিৎ বিশ্বাস
| Updated on: Sep 22, 2024 | 2:26 PM
Share

পৃথিবীর বাইরে একটা ‘বাড়ি’। ২০০০ সালে যে বাড়িতে প্রথম অতিথির আগমন। তারপর অতিথিদের আনাগোনা শুরু হয়। স্থায়ীভাবে কেউ সেখানে থাকেন না। তবে ‘বাড়ি’ কখনও ফাঁকা থাকে না। অতিথিরা যান। আবার চলেও আসেন। কেউ কেউ অতিথি হয়ে সেখানে একাধিকবার গিয়েছেন। কিন্তু, নির্দিষ্ট দিনের বাইরে থাকেননি। সেই ‘বাড়ি’ থেকে অতিথিদের বিদায়ের সময় যে বাঁধা। কিন্তু, সেই নিয়মেই এবার ছেদ ঘটেছে। আটদিনের দুই অতিথি সেই বাড়িতে কয়েক মাস রয়েছেন। থাকবেন আরও কয়েকমাস। কিন্তু, কেন এই নিয়মে ছেদ? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দুই অতিথি মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর কেন আটকে পড়েছেন সেখানে? কোথায় সমস্যা? কেন নির্দিষ্ট সময়ে ফিরিয়ে আনা গেল না তাঁদের? দুই মহাকাশচারীকে নিয়ে পাড়ি দেওয়া বোয়িং স্টারলাইনার নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন