ED Raid LIVE UPDATES: মধ্যরাতে তৎপরতা, পুলিশকে মন্ত্রীর বাড়ির এলাকা ফাঁকা করতে বলল ED

সুজয় পাল | Edited By: Soumya Saha

Oct 27, 2023 | 12:30 AM

ED Raid: এ দিন, ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মন্ত্রীর সল্টলেকের বাড়ি, নাগের বাজারে তাঁর আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতে। একযোগ প্রায় ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।

ED Raid LIVE UPDATES: মধ্যরাতে তৎপরতা, পুলিশকে মন্ত্রীর বাড়ির এলাকা ফাঁকা করতে বলল ED
রাতে আরও জওয়ান মোতায়েন
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুজো শেষ হতে না হতেই তেড়েফুঁড়ে ময়দানে ফের নামল ইডি। রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই একযোগে বিভিন্ন জায়গায় চলছে অভিযান। এ দিন, ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মন্ত্রীর সল্টলেকের বাড়ি, নাগের বাজারে তাঁর আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতে। একযোগ প্রায় বারোটি জায়গায় চলছে তল্লাশি অভিযান।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Oct 2023 12:25 AM (IST)

    হাওড়ার ব্যবসায়ী অভিজিৎ দাসের বাড়ি ছাড়ল ইডির টিম

    অবশেষে দীর্ঘ ১৮ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে হাওড়ার ব্যবসায়ী অভিজিৎ দাসের ব্যাটরার বাড়ি থেকে বেরিয়ে গেল ইডির টিম। রাত ১২ নাগাদ সেখান থেকে বেরলেন ইডির তদন্তকারী অফিসাররা। অভিজিৎ দাসের পরিবারের এক সদস্যের দাবি, সাধারণ জিজ্ঞাসাবাদের জন্যই এসেছিল ইডির টিম।

  • 27 Oct 2023 12:23 AM (IST)

    অমিত দে’র নাগেরবাজারের বাড়ি থেকে বেরল ইডির টিম

    প্রায় ১৮ ঘণ্টা পর অমিত দে’র নাগেরবাজারের বাড়ি থেকে বেরল ইডি। সূত্রের খবর, বেশ কিছু নথি সংগ্রহ করেছেন ইডির তদন্তকারী অফিসাররা। এদিকে সল্টলেকে মন্ত্রীর বাড়িতে এখনও জারি ম্যারাথন অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।


  • 26 Oct 2023 11:57 PM (IST)

    মধ্যরাতে তৎপরতা, পুলিশকে এলাকা ফাঁকা করাতে বলল ED

    প্রায় মধ্যরাত। এখনও সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি। ইডির তদন্তকারীরা স্থানীয় থানার আইসিকে ডেকে এলাকা ফাঁকা করে দিতে বলেছেন বলে জানা যাচ্ছে। সেই মতো পুলিশ ওই এলাকা থেকে সব তৃণমূল কর্মীদের সরিয়ে দিয়েছে।

  • 26 Oct 2023 11:47 PM (IST)

    প্রায় ১৭ ঘণ্টা পর বেলেঘাটা থেকে বেরল ED, মন্ত্রীর বাড়িতে তল্লাশি এখনও জারি

    প্রায় ১৭ ঘণ্টা পর বেলেঘাটায় মন্ত্রীর আপ্তসহায়কের ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী দেবাশিস দে’র বাড়ি থেকে বেরলেন ইডির তদন্তকারী অফিসাররা। রাত প্রায় ১১টা নাগাদ ইডির টিম সেখান থেকে বেরোয়।  দেবাশিস দে’র ব্যাঙ্ক সংক্রান্ত বেশ কিছু নথি ইডির অফিসাররা খতিয়ে দেখেছেন বলে ইডি সূত্রে খবর। তবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে এখনও রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

  • 26 Oct 2023 10:07 PM (IST)

    রাত বাড়তেই আরও বাহিনী মোতায়েন জ্যোতিপ্রিয়র বাড়ির সামনে, এখনও চলছে তল্লাশি

    রাত বাড়তেই আরও বাহিনী মোতায়েন করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে। সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে আরও দুই গাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।

  • 26 Oct 2023 06:46 PM (IST)

    ‘খুব বড় র‌্যাকেট এটা’ : অধীর

    জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডির হানাকে ‘ডার্টি গেম’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেস-সিপিএম একযোগে বিঁধছে শাসকদলকে। এই ঘটনাকে ‘বড় র‌্যাকেট’ বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সবিস্তারে পড়ুন: ‘খুব বড় র‌্যাকেট এটা’, জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানা নিয়ে খোঁচা অধীরের

  • 26 Oct 2023 03:18 PM (IST)

    জ্যোতিপ্রিয়র বাড়িতে ব্যাঙ্কের আধিকারিকরা

    এখনও জারি তল্লাশি। ডাকা হল ব্যাঙ্কের আধিকারিকদের। সূত্রের খবর, ব্যাঙ্কের নথি, লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

  • 26 Oct 2023 02:05 PM (IST)

    মিষ্টি হাতে জ্যোতির বাড়ির দরজায় কড়া নাড়ছেন সব্যসাচী

    সকাল আটটা নাগাদ জ্যোতিপ্রিয়র বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। টানা পাঁচ ঘণ্টা ধরে চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার এই খবরেই সরগরম বাংলা। তার মধ্যেই ‘কিছু না জেনে’ মিষ্টি হাতে বিজয়ার শুভেচ্ছা জানাতে জ্যোতিপ্রিয় বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল নেতা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত।

    বিস্তারিত পড়ুন: Sabyasachi Dutta: বালুর ঘরে ED, মিষ্টি হাতে দরজায় কড়া নাড়ছেন সব্যসাচী! তারপর…

  • 26 Oct 2023 02:03 PM (IST)

    রেশন দুর্নীতিতে এই রনিতের কী যোগ?

    রেশন দুর্নীতিতে বৃহস্পতিবার এক যোগে ১২ জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পর ইডি আধিকারিকদের একটি দল পৌঁছে যায় বেলেঘাটার লতাফৎ হোসেন লেনে পৌঁছয়।

    বিস্তারিত পড়ুন: Ration Scam: থিয়েটার করেন, সঙ্গে খাদ্যদফতরে চাকরি, রেশন দুর্নীতিতে এই রনিতের কী যোগ?

  • 26 Oct 2023 02:02 PM (IST)

    কেন ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয়র বাড়িতে?

    রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে এবার তেড়েফুঁড়ে ইডি। বৃহস্পতিবার সাতসকালেই ইডি তদন্তকারীরা পৌঁছে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। বাড়ির ঠিকানা BC ২৪৫। কালো রঙা বিশাল গেট। সজ্জিত বাড়ি। সামনের ফটকে ওই ঠিকানায় পরপর দুটি নামাঙ্কিত বাড়ি রয়েছে।

    বিস্তারিত পড়ুন: ED Raid in Jyotipriya Mallick’s House: কেন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই ED? জোরাল হচ্ছে এই সব কারণগুলি

  • 26 Oct 2023 11:56 AM (IST)

    জ্যোতি ঘনিষ্ঠের বাড়িতে হানা

    হাওড়া ইছাপুর এলাকায় ED-র হানা। সূত্রে মারফত জানা যাচ্ছে, অভিজিৎ দাস নামের ওই ব্যক্তির বাড়ি হাওড়া ভগবান চ্যাটার্জী লেন। জানা যাচ্ছে এই অভিজিৎ দাস জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ।

  • 26 Oct 2023 11:29 AM (IST)

    মন্ত্রীর CA-র বাড়িতে হানা গোয়েন্দাদের

    আজ জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়কের বাড়িতে হানা গোয়েন্দাদের। এর পাশাপাশি মন্ত্রীর চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতেও হানা গোয়েন্দাদের। তাঁর বাড়ি টলিগঞ্জ এলাকায়।

  • 26 Oct 2023 10:04 AM (IST)

    খাদ্য ভবনে কর্মরত এক কর্মীর বাড়িতেও গিয়েছেন গোয়েন্দারা

    সকালবেলায় বেলেঘাটা লতাফৎ হোসেন লেনে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম দেবাশীস দে। মূলত, ব্যবসায়ীর ছেলে রনি দে’র খোঁজে এ দিন বাড়িতে আসেন গোয়েন্দারা। রনি সম্প্রতি ফুড ডিপার্টমেন্টে কর্মরত বলে জানা যাচ্ছে।

  • 26 Oct 2023 10:00 AM (IST)

    জ্যোতিপ্রিয়র আপ্ত-সহায়কের বাড়িতেও হানা

    প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতে সকালবেলাই হাজির গোয়েন্দারা। তাঁর নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই হানা দিয়েছে তারা। চার থেকে পাঁচজন আধিকারিকের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। যে আবাসনে অমিতবাবু বর্তমানে থাকেন সেখানে দু’টি ফ্ল্যাট আছে। কিন্তু দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।

    বিস্তারিত পড়ুন: ED Raid: পুজো মিটতেই আবার সক্রিয় ED, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়কের বাড়িতে হানা

  • 26 Oct 2023 09:59 AM (IST)

    জ্যোতিপ্রিয়র বাড়িতে গোয়েন্দারা

    প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা ইডি-র। রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই আট জায়গায় চলছে তল্লাশি অভিযান। এ দিন মন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।

    বিস্তারিত পড়ুন: ED Raid in Jyotipriya Mallick’s House: রেশন দুর্নীতির তদন্ত, সকালবেলাই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা ED-র